পথ দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ চাঁদপাড়ায়

মোটরবাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যুতে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা ছড়াল গাইঘাটার রুটি কারখানা মোড় এলাকায় ঠাকুরনগর-চাঁদপাড়া সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামল আমিন (৪২)। বাড়ি কাছেই ঢাকুরিয়া গ্রামে। ঘটনার প্রতিবাদে এবং রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েন ও হাম্প তৈরির দাবিতে এলাকার বাসিন্দারা প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাতে সামিল হন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০০:৩৭
Share:

তখনও পথ আটকে চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

মোটরবাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যুতে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা ছড়াল গাইঘাটার রুটি কারখানা মোড় এলাকায় ঠাকুরনগর-চাঁদপাড়া সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামল আমিন (৪২)। বাড়ি কাছেই ঢাকুরিয়া গ্রামে। ঘটনার প্রতিবাদে এবং রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েন ও হাম্প তৈরির দাবিতে এলাকার বাসিন্দারা প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাতে সামিল হন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারাও। ফলে, চাঁদপাড়া থেকে ঠাকুরনগর ও চাঁদপাড়া স্টেশন যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। গাইঘাটা থানার পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ মোটরবাইকটি আটক করেছে। দুই সওয়ারিকে থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামলবাবু এ দিন দুপুরে চাঁদপাড়ার রুটি কারখানা মোড়ে আসেন। সেখানে একটি শনি ঠাকুরের মন্দিরে সংস্কারের কাজ চলছিল। তিনি তা দেখাশোনা করছিলেন। তাঁর তৃতীয় শ্রেণিতে পড়া ছেলে প্রতিম স্কুলে ছিল। তাকে বাড়িতে নিয়ে যাওয়ারও কথা ছিল শ্যামলবাবুর।

দুপুর পৌনে ২টো নাগাদ চাঁদপাড়া থেকে ঠাকুরনগর যাওয়ার পথে পিছন থেকে বেপরোয়া ভাবে একটি বাইকে তাঁকে সজোরে পিছন ধাক্কা মারে। ছিটকে পড়েন শ্যামলবাবু। বাইক চালক ও আরোহী একটি বিদ্যুতের খুঁটি ও রাস্তায় রাখা গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে পড়ে যান। শ্যামলবাবুকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন