প্রধানকে ধরার দাবিতে অবরোধ

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দেহ আগলে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০২:০৮
Share:

বিক্ষোভ: ক্যানিঙে ছবিটি তুলেছেন সামসুল হুদা

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দেহ আগলে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা।

Advertisement

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিঙের মধুখালি এলাকায়। এ দিন সকাল প্রায় ৮টা নাগাদ গোলাবাড়ি বাজার থেকে কৃপাখালি যাওয়ার রাস্তা আটকান বিক্ষোভকারীরা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ গেলে তাদেরও ঘিরে বিক্ষোভ দেখায় জনতা।

সম্প্রতি মধুখালি বাজারে একটি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে ধরে গ্রামবাসীরা জানতে পারেন, স্থানীয় বাসিন্দা হারুন মির চুরির ঘটনায় জড়িত। শনিবার কিছু লোক গোলাবাড়ি বাজারে তৃণমূলের পার্টি অফিসের সামনে হারুনকে ধরে মারধর করে। অভিযোগ, সে সময়ে ঘটনাস্থলে ছিলেন স্থানীয় ইটখোলা পঞ্চায়েতের প্রধান খতিব সর্দার ও তাঁর দেহরক্ষী। নিহতের পরিবারের অভিযোগ, প্রধানের ইন্ধনেই হারুনকে মারধর করা হয়। রবিবার সকালে অসুস্থ বোধ করলে করলে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় হারুনকে। বিকেলে তিনি মারা যান।

Advertisement

এ দিন সকালে তাঁর দেহ ময়নাতদন্তের পরে গ্রামে এলে গ্রামবাসী ও পরিবার-পরিজন দেহ নিয়ে পথ অবরোধ শুরু করেন। প্রায় ৬ ঘণ্টা পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়ে দেহ সৎকার করা হয়।

হারুনের ভাইপো রাকিবুল মির বলেন, ‘‘কাকাকে অন্যায় ভাবে পিটিয়ে মারা হয়েছে। প্রধান-সহ যারা জড়িত, তাদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ।’’ পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেফতার করার আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement