Fire At Magrahat Station

মগরাহাট স্টেশনে আগুন! ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন, কখন পরিষেবা স্বাভাবিক হবে?

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আচমকা আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশন চত্বরে থাকা একটি মোবাইলের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৬:১১
Share:

মগরাহাট স্টেশনে অগ্নিকাণ্ড! —নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট রেলস্টেশনে অগ্নিকাণ্ড। এ নিয়ে হইচই সংশ্লিষ্ট স্টেশনে। অন্য দিকে, আগুন লাগার ঘটনার জেরে ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আচমকা আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশন চত্বরে থাকা একটি মোবাইলের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। আশপাশের সমস্ত দোকানে ত্রিপলের ছাউনি থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। আবার বেশ কয়েক জনের দাবি, আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ড। স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে বালতিতে জল নিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার জিআরপি পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তারাও আগুন নেবানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয়েছে দমকলে। আপাতত ‌ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

Advertisement

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। ট্রেন চলাচলও শুরু হয়েছে। তবে পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement