Children Fell Sick

পাখা ঘোরে না ক্লাসে, গরমে অসুস্থ পাঁচ পড়ুয়া

ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভ্রনীল দাস জানান, গরম ও আবহাওয়া পরিবর্তনের জন্য ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

 নামখানা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ০৭:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

স্কুল চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ল ষষ্ঠ শ্রেণির জনা দশেক ছাত্রছাত্রী। বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় ক্লাসরুমে পাখা সে ভাবে ঘোরে না বলে জানিয়েছেন অভিভাবকেরা। শুক্রবার নামখানা ব্লকের হরিপুর গদাধর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

Advertisement

স্কুল সূত্রে জানা গিয়েছে, ৫ জন পড়ুয়া স্কুলেই কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে ওঠে। বাকি পাঁচ জনকে শিক্ষক ও স্থানীয় কয়েক জন অভিভাবক দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জনকে ভর্তি রাখা হয়। শনিবার বিকেলে তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে।

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বলে, ‘‘গরমে খুব কষ্ট হয়। পাখা
ঘোরে না। শুক্রবার হঠাৎ কয়েক জন মাথা ঘুরে পড়ে যায়।’’ অভিভাবক নীলিমা গিরির কথায়, ‘‘আর যাতে এমন না হয়, স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।’’

Advertisement

ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভ্রনীল দাস জানান, গরম ও আবহাওয়া পরিবর্তনের জন্য ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়েছিল। তবে সকলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহ্লাদচন্দ্র ঘোড়ুই জানান, ভোল্টেজ খুবই কম। সে কারণে পাখা ভাল ভাবে ঘোরে না। অতিরিক্ত গরম থাকায় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়ে বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন ওই শিক্ষক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন