তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল গঙ্গারামপুর

গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমা-গুলি চলার অভিযোগ উঠল। আর এই ঘটনার জেরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল গঙ্গারামপুরের নন্দপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকাল ১০টা নাগাদ গঙ্গারামপুরের ওই গ্রামে তৃণমূল প্রার্থী সত্যেন রায় ও নন্দপুর গ্রামের অঞ্চল সভাপতি মজিরুদ্দিন মণ্ডলের নেতৃত্বে মিছিল বের হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গঙ্গারামপুর শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১৩:১০
Share:

গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমা-গুলি চলার অভিযোগ উঠল। আর এই ঘটনার জেরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল গঙ্গারামপুরের নন্দপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকাল ১০টা নাগাদ গঙ্গারামপুরের ওই গ্রামে তৃণমূল প্রার্থী সত্যেন রায় ও নন্দপুর গ্রামের অঞ্চল সভাপতি মজিরুদ্দিন মণ্ডলের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল যখন বিকর গ্রামে এসে পৌঁছয় তখনই নজরুল ইসলামের নেতৃত্বে তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর কিছু সদস্য অতর্কিতে আক্রমণ চালায় সত্যেনবাবুর মিছিলে। ভাঙচুর চালানো হয় গাড়িতেও। চলে বোমা-গুলিও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। বোমা ও গুলিতে আহত হন বেশ কয়েক জন। তাঁদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুলিবিদ্ধ ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে সত্যেনবাবু এ দিন বলেন, ‘‘আগে থেকেই এই মিছিলের জন্য অনুমতি নেওয়া ছিল। এখানে আগেও বোমা-গুলি চলেছে। এই রকম উত্তপ্ত এলাকায় কোনও পুলিশ নেই, পর্যবেক্ষক নেই। সে জন্যই এই রকম হল।’’ অন্য দিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নজরুল ইসলাম বলেন, ‘‘নিজেরাই মিছিলে বোমা ফাটিয়ে এখন আমাদের নামে দোষ দিচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন-মোদী মিথ্যুক, তোপ দাগলেন দিদি

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন