সড়কে ইমারতি দ্রব্য, অবরোধ পড়ুয়াদের

স্কুল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া-ঠাকুরনগর সড়কের পাশে চাঁদপাড়া বালিকা বিদ্যালয়। দীর্ঘদিন ধরে এই স্কুলের বাইরে রাস্তায় বেআইনি ভাবে ইমারতি দ্রব্য ফেলে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০০:৪৪
Share:

বিক্ষোভ: রাস্তা আটকে পড়ুয়ারা। ছবি: নির্মাল্য প্রামাণিক

স্কুলভবনের বাইরে সড়কের উপরে ইমারতি দ্রব্য ফেলে রাখার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্রীরা। সোমবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

Advertisement

স্কুল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া-ঠাকুরনগর সড়কের পাশে চাঁদপাড়া বালিকা বিদ্যালয়। দীর্ঘদিন ধরে এই স্কুলের বাইরে রাস্তায় বেআইনি ভাবে ইমারতি দ্রব্য ফেলে রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে পড়ুয়াদের স্কুলে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। মাঝে-মাঝে ঘটছে ছোটখাট দুর্ঘটনাও। স্কুলছাত্রী ও শিক্ষিকাদের অভিযোগ, স্কুলের সামনে রাস্তার উপর ও পাশে বালি, খোয়া ইত্যাদি ইমারতি দ্রব্য ফেলে রাখা হয়। অনেক সময়েই সাইকেল নিয়ে উল্টে পড়ে ছাত্রীরা। ছাত্রীদের বক্তব্য, ‘‘এত ধুলো ওড়ে যে, ক্লাস করতে অসুবিধা হয়। কারও কারও শ্বাসকষ্টের সমস্যাও হয়।’’

স্কুল কর্তৃপক্ষের দাবি, সব চেয়ে চিন্তার বিষয়, এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয় লোকজনদের কেউ কেউ বাড়িতে জমা জঞ্জাল ওই স্তূপে ফেলে দিয়ে যাচ্ছেন। ফলে আরও অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। ইমারতি দ্রব্য পড়ে থাকায় শুধু যে ছাত্রী-শিক্ষিকাদেরই সমস্যা হচ্ছে তা নয়। ওই রাস্তা দিয়ে নিত্যদিন অসংখ্য সাধারণ মানুষ যাতায়াত করেন। তাঁরাও দুর্ঘটনায় জখম হচ্ছেন। বাইক উল্টে মাথা ফাটছে চালকের।

Advertisement

প্রধান শিক্ষিকা ঝুমা চক্রবর্তী বলেন, ‘‘ইমারতি দ্রব্য ফেলে রাখাটা সারা বছরের সমস্যা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান হয়নি। বাধ্য হয়ে ছাত্রীরা এ দিন অবরোধ করে। এ দিন প্রশাসনকে জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন