জয়নগরে নির্দল প্রার্থীকে সমর্থন এসইউসি-কংগ্রেসের

এক সময়ে জয়নগর-মজিলপুর পুরসভা ছিল এসইউসির দখলে। কিন্তু দলের সেই দাপট বহু দিনই অস্তমিত। গত পুরসভা নির্বাচনে ১৪টি আসনের মধ্যে এসইউসি পেয়েছিল মাত্র ৩টি আসন। কংগ্রেস পায় ৬টি। তৃণমূল পেয়েছিল ২টি আসন। ৩টি আসন পায় নির্দল। নির্দল ও এসইউসিকে নিয়ে বোর্ড গড়ে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জয়নগর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৫ ০২:১৮
Share:

এক সময়ে জয়নগর-মজিলপুর পুরসভা ছিল এসইউসির দখলে। কিন্তু দলের সেই দাপট বহু দিনই অস্তমিত। গত পুরসভা নির্বাচনে ১৪টি আসনের মধ্যে এসইউসি পেয়েছিল মাত্র ৩টি আসন। কংগ্রেস পায় ৬টি। তৃণমূল পেয়েছিল ২টি আসন। ৩টি আসন পায় নির্দল। নির্দল ও এসইউসিকে নিয়ে বোর্ড গড়ে তৃণমূল। পুর প্রধান হন তৃণমূলের ফরিদা বেগম শেখ ও উপ পুরপ্রধান এসইউসি-র প্রবীর বৈদ্য। এই পুরসভায় এ বার এসইউসি প্রার্থীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডের সোমনাথ পাল, ২ নম্বরে কৃষ্ণা দাস পুরকাইত, ৩ নম্বরে সঞ্জীব চক্রবর্তী, ৬ নম্বরে সুদর্শন হালদার, ৭ নম্বরে সন্ধ্যা চক্রবর্তী, ৮ নম্বরে প্রবীর বৈদ্য, ৯ নম্বরে প্রীতিকণা বসু, ১১ নম্বরে সঞ্জয় দত্ত, ১৩ নম্বরে সিরিয়া গাজি, ১৪ নম্বরে পাঁচুগোপাল মিস্ত্রি। এ ছাড়াও এসইউসি দলের সমর্থনে নির্দল প্রার্থী ৪ নম্বর ওয়ার্ডের সুধাবিন্দু দাস, ৫ নম্বরে বাসবী চক্রবর্তী ও ১২ নম্বরে আজহারউদ্দিন খাঁ। শুধু ১২ নম্বর ওয়ার্ডটি তপসিলি মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় প্রার্থী দিতে পারেনি এসইউসি। একই ভাবে কংগ্রেস ৯ ও ১২ নম্বরে নির্দল প্রার্থী মঞ্জুরানি চন্দ্র ও আজহারউদ্দিন খাঁকে সমর্থন করবে বলে জানিয়েছে। ভাল প্রার্থী না পাওয়ায় গ্রামের মানুষের দাবি মেনে দু’টি ওয়ার্ডে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁদের সমর্থন করা হয়েছে বলে জানিয়েছে এসইউসি ও কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন