দেগঙ্গার গ্রামে ডায়েরিয়ার প্রকোপ

পেটে মোচড় দিয়ে ব্যথা, সঙ্গে বমি-পায়খানা। তারপর তীব্র কাঁপুনি দিয়ে জ্বর। মঙ্গলবার রাতভর এমন সমস্যায় ভুগলেন দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের বিশ্বনাথপুর গ্রামের শতাধিক মানুষ। ভোর হতেই ভিড় স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দেগঙ্গা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০১:৩৮
Share:

চলছে চিকিৎসা। নিজস্ব চিত্র।

পেটে মোচড় দিয়ে ব্যথা, সঙ্গে বমি-পায়খানা। তারপর তীব্র কাঁপুনি দিয়ে জ্বর। মঙ্গলবার রাতভর এমন সমস্যায় ভুগলেন দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের বিশ্বনাথপুর গ্রামের শতাধিক মানুষ। ভোর হতেই ভিড় স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রোজায় উপবাস রাখার পরে গ্রামের পুরুষ-মহিলারা ইফতার করেছিলেন। জলও খেয়েছিলেন। তারপর থেকেই পেটের যন্ত্রণা শুরু হয়। সঙ্গে আরও নানা উপসর্গ।

মামনি বিবি, এশারুন বিবি, রুবুনা খাতুনরা বলেন, ‘‘আমরা ভেবেছি খাবার খেয়েই আমাদেরই বুঝি শুধু এই অবস্থা। পরে জানলাম, গ্রামের প্রায় প্রতিটি ঘরে এমন অসুস্থতার কথা।’’ সহিদুল ইসলাম, ছাকবাদ আলি, আব্দুল লতিবদের দাবি, গ্রামের মানুষ পাইপ লাইনের জল খান। বেশ কয়েক দিন ধরেই নোংরা জল আসছিল। ঠিক মতো পরিষ্কার না করায় এমন জল আসছে। জল থেকেই এই বিপত্তি। গ্রামে কোনও টিউবওয়েলের না থাকায় ওই জলই ব্যবহার করতে বাধ্য হন সকলে।

Advertisement

ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজ সিংহ বলেন, ‘‘৫ জনকে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।’’ কী কারণে সংক্রমণ ছড়াল, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন