শুরু হল সুন্দরবন কাপ

পায়রা উড়িয়ে শুরু হল সুন্দরবন কাপ ২০১৫-১৬। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার বামনপুকুর হুমায়ুন কবীর মহাবিদ্যালয়ের মাঠে মঙ্গলবার রাজ্য সরকার এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাটি শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০১:২৫
Share:

পায়রা উড়িয়ে শুরু হল সুন্দরবন কাপ ২০১৫-১৬। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার বামনপুকুর হুমায়ুন কবীর মহাবিদ্যালয়ের মাঠে মঙ্গলবার রাজ্য সরকার এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাটি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌরব লাল, বসিরহাটের এসডিপিও শ্যামল সান্যাল-সহ জেলা প্রশাসনের কর্তারা।

Advertisement

প্রতিযোগিতার উদ্বোধন করে জেলার এসপি তন্ময় রায়চৌধুরী বলেন, ‘‘সুন্দরবনের মানুষকে অনেক লড়াই করে জীবনযাপন করতে হয়। পুলিশ কড়া হাতে দুষ্কৃতীদের মোকাবিলা করায় সুন্দরবন এলাকার আইনশৃঙ্খলা ভাল। ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা জাতি গড়ে ওঠে। সেই কথা মাথায় রেখেই সুন্দরবন কাপের আয়োজন।’’ ইদ্রিশ জানান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষকে খেলাধূলায় উৎসাহিত করতেই গত চার বছর ধরে এই প্রতিযোগিতার আযোজন হচ্ছে।

উদ্বোধনী খেলাটি হয় হুমায়ুন কবীর মহাবিদ্যালয়ের মাঠে। ফাইনালও এই মাঠেই হবে। প্রথম খেলায় চৈতল শিব সঙ্ঘকে টাইব্রেকারে হারিয়ে দেয় বামনপুকুর পঞ্চায়েত। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। উদ্যোক্তাদের পক্ষে মিনাখাঁ থানার ওসি অয়ন চক্রবর্তী জানান, উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া, সন্দেশখালি, মিনাখাঁ এবং হেমনগর উপকুলবর্তী এই ৬টি থানা এলাকার মোট ২০০টি দল যোগ দিয়েছে। এর মধ্যে ১৭৮টি ছেলে এবং ২২টি মেয়েদের দল। প্রতিটি থানা এলাকার মাঠে খেলা দেওয়া হয়েছে। সুন্দরবন লাগোয়া সামসেরনগর থেকে আসা রুমনা মণ্ডল, অতসী বৈদ্য, খোকন মণ্ডল, কালীপদ সর্দারেরা বলেন, ‘‘আমাদের এলাকায় দু’একটি মেলা ছাড়া প্রায় কিছুই হত না। এই প্রতিযোগিতা আমাদের কাছে অনেক বড় পাওনা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন