‘অশালীন আচরণ’,গ্রেফতার গৃহশিক্ষক

ক’দিন ধরে গৃহশিক্ষকের কাছে পড়তে বসতে চাইছিল না ছোট্ট মেয়েটি। কেন এমন করছে সে, বুঝে উঠতে পারছিলেন না বাবা-মা। বকাঝকা করে, বুঝিয়েও কাজ হয়নি। তবে মেয়ের আচরণ একেবারে উড়িয়েও দেননি তাঁরা। যে ঘরে পড়তে বসে মেয়েটি, সেখানে মোবাইল ক্যামেরা অন করে রাখেন তাঁরা। অভিযোগ, তাতেই দেখা যায়, শিক্ষকের অশালীন আচরণের জেরেই মেয়েটি এমন করছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ০৯:২০
Share:

প্রতীকী ছবি।

ক’দিন ধরে গৃহশিক্ষকের কাছে পড়তে বসতে চাইছিল না ছোট্ট মেয়েটি। কেন এমন করছে সে, বুঝে উঠতে পারছিলেন না বাবা-মা। বকাঝকা করে, বুঝিয়েও কাজ হয়নি। তবে মেয়ের আচরণ একেবারে উড়িয়েও দেননি তাঁরা। যে ঘরে পড়তে বসে মেয়েটি, সেখানে মোবাইল ক্যামেরা অন করে রাখেন তাঁরা। অভিযোগ, তাতেই দেখা যায়, শিক্ষকের অশালীন আচরণের জেরেই মেয়েটি এমন করছিল।

Advertisement

থানায় অভিযোগ করে পরিবারটি। বসিরহাটের মেরুদণ্ডীর ঘটনায় শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে শিবহাটি গ্রামের বাসিন্দা গৃহশিক্ষক উজ্জ্বল সরকারকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে ওই বাড়িতে পড়াতে যাচ্ছিল উজ্জ্বল। কয়েক দিন যেতে না যেতেই বছর সাতেকের মেয়েটি প়ড়তে বসতে চাইছিল না তার কাছে। মেয়ের পড়ায় মন নেই বলে শুরুতে ধরে নেন বাবা-মা। কিন্তু এক সময়ে মেয়েটি কান্নাকাটি করে বলে, ‘‘স্যার ভাল নয়। পড়তে বসে কেমন যেন করে।’’

Advertisement

পুলিশ জানায়, এরপরেই বাবা-মা ঠিক করেন, গোপনে মোবাইল ক্যামেরায় পড়ানোর ছবি তুলে রাখবেন। মোবাইল অন করে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ক্যামেরার ছবি দেখে বুঝতে পারেন, কেন মেয়ে ওই শিক্ষকের কাছে পড়তে চাইছে না।

মোবাইলে তোলা ছবি দেখিয়ে গোটা ঘটনা পুলিশকে জানানো হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি জানতে পেরে বাড়ি ছেড়ে পালায় ওই শিক্ষক। গভীর রাতে বাড়ি ফিরলে পুলিশ তাকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement