তালাবন্ধ পড়ুয়ারা, শিক্ষকদের শোকজ

পড়ুয়াদের ভেতরে রেখেই স্কুলগেট বন্ধ করে বাড়ি চলে যাওয়ার অভিযোগ উঠল শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষকদের শোকজ করলেন স্কুল পরিদর্শক। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জয়নগর শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২০
Share:

কান্না: স্কুলে আটকে শিশুরা। নিজস্ব চিত্র

পড়ুয়াদের ভেতরে রেখেই স্কুলগেট বন্ধ করে বাড়ি চলে যাওয়ার অভিযোগ উঠল শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষকদের শোকজ করলেন স্কুল পরিদর্শক।

Advertisement

ঠিক কী হয়েছিল?

শনিবার জয়নগরের চকপাঁচঘরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ছুটির পরে গেট বন্ধ করে ফিরে যান। তখনও কয়েকজন ছাত্রছাত্রী ভেতরে থেকে গিয়েছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, বাচ্চাদের চিৎকার শুনে স্কুলের সামনে গিয়ে দেখেন, গ্রিলের ভেতর তালাবন্ধ অবস্থায় রয়েছে কয়েকজন পড়ুয়া। আশেপাশের লোকজন উদ্ধার করেন পড়ুয়াদের। শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। খবর যায় জয়নগর উত্তরচক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের কাছে। পর দিন রবিবার থাকায় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সোমবার শিক্ষকেরা স্কুলে আসতেই শনিবার ঠিক কী ঘটেছিল, তা তাঁদের কাছে লিখিত ভাবে জানতে চেয়ে চিঠি দেন স্কুল পরিদর্শক। কৃষ্ণেন্দু জানান, স্কুলের ন’জন শিক্ষকের প্রত্যেককে আলাদা ভাবে চিঠি দেওয়া হয়েছে। তাঁদের জবাবের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

Advertisement

শিক্ষকেরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন