Conflict

দু’দলের সংঘর্ষে উত্তপ্ত টিটাগড়, উত্তেজনা

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে। স্থানীয় জিসি রোড এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহত হন এক জন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৭:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

দু’টি দলের মধ্যে সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল টিটাগড়। সোমবার টিটাগড়ের ওরনপাড়ায় পুলিশ পিকেট বসেছে। রাতে বাড়ানো হয়েছে টহলদারি। চার জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে। স্থানীয় জিসি রোড এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহত হন এক জন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সুশান্ত সাউ নামে ওই ব্যক্তিকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পরে উত্তেজনা আরও বাড়ে। দু’পক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তায় থাকা টোটো, মোটরবাইক।

Advertisement

টিটাগড় পুরসভার ভাইস চেয়ারম্যান মহম্মদ জলিল বলেন, ‘‘জিসি রোডে দুই গোষ্ঠীর গন্ডগোল হচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তদের খোঁজ শুরু করলে একদল ওড়নপাড়ার দিকে পালিয়ে যায়। তখনই তারা ভাঙচুর করে।’’ সম্প্রতি শাসকদলের দুই পুরপ্রতিনিধির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল টিটাগড়। মৃত্যু হয়েছিল আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মীর। এ দিনের ঘটনার সঙ্গে কোনও রকম রাজনৈতিক যোগ নেই বলে পুর প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হলেও স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক মদতেই এলাকায় দুষ্কৃতীদের এতটা বাড়বাড়ন্ত।

কিছু দিন আগেই এলাকার বাসিন্দা এক সাউন্ড রেকর্ডিস্টকে রাস্তায় হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ উঠেছিল এলাকার মস্তানদের বিরুদ্ধে। এ দিনও হইচই শুনে এলাকাবাসী বেরিয়ে এসে দেখেন, রাস্তায় কয়েকটি টোটো ভাঙচুর করা হয়েছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশ দুষ্কৃতীদের পিছু নিয়ে কারবালা রোডে যায়। তত ক্ষণে টোটো নিয়ে গলি দিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, গন্ডগোলের ঘটনায় আরও কয়েক জনের খোঁজে তল্লাশি চলছে। ব্যারাকপুর কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘দুষ্কৃতীরা ধরা পড়বেই। সোমবার বিভিন্ন ভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে পুলিশের বিরুদ্ধে নানা রকম অভিযোগ এনে। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমরা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন