TMC

Basanti: বাসন্তীতে বোমাবাজি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, বলছে বিজেপি, অস্বীকার তৃণমূলের

দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন আহত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ২৩:১০
Share:

নিজস্ব চিত্র।

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং দফায় দফায় বোমাবাজির জেরে তীব্র উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপি-র অভিযোগ, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে ভারতগড়ের গরানবোস এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের ঘটনা বারবার প্রকাশ্যে আসছিল। শনিবার রাত থেকে গরানবোসের বাজার এলাকায় শুরু হয় বোমাবাজি, ইটবৃষ্টি। রবিবারও অশান্তি থামেনি। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনায় উভয়পক্ষের দু’জন আহতও হন। রবিবার বেলা গড়াতেই ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

বিজেপি-র দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব ভাগ) সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস বলেন, ‘‘এলাকা দখলকে কেন্দ্র করেই তৃণমূলের দুই গোষ্ঠীর দুস্কৃতীরা নিজেদের মধ্যে বোমাবাজি করেছে। এলাকার মানুষ সব জানেন। এ ভাবেই নিজেদের মধ্যে টাকা আর ক্ষমতার জন্য মারামারি করবে তৃণমূলের নেতারা।’’ এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ জো়ড়াফুল শিবির। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানিয়েছেন, ‘‘বিজেপি-র এই মিথ্যে অভিযোগের কোনও উত্তর দেব না। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা শুনেছি। তবে এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। পুলিশের কাছে আবেদন, অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement