Illegal Construction

জয়ন্তের ‘প্রাসাদ’ ভাঙতে বাড়তি সময় নয়

কামারহাটি এলাকায় একটি ডোবা ভরাট করে জয়ন্ত বাড়ি তৈরি করেছিলেন বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৯:৪৬
Share:

‘বেআইনি’ বাড়ি ভাঙার জন্য আপাতত বাড়তি সময় দিল না কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কামারহাটির তৃণমূল নেতা জয়ন্ত সিংহের ‘বেআইনি’ বাড়ি ভাঙার জন্য আপাতত বাড়তি সময় দিল না কলকাতা হাই কোর্ট। গত সোমবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দিয়েছিলেন, চার সপ্তাহের মধ্যে ওই বাড়ি ভাঙতে হবে। বৃহস্পতিবার কামারহাটি পুরসভার
কৌঁসুলি এ ব্যাপারে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, বাড়িটি প্রাসাদোপম। তা ভাঙার কাজ শেষ করতে চার সপ্তাহের বেশি সময় প্রয়োজন।

বিচারপতি কান্তের পর্যবেক্ষণ, ‘‘আপনারা আগে নির্দেশ পালনের ব্যাপারে পদক্ষেপ করুন এবং ভাঙার কাজ শুরু করুন। অন্তত একটি বা দু’টি তলা ভেঙে দেখান যে, আদালতের নির্দেশ মেনে অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন। তার পরে সময় বৃদ্ধির আবেদন করবেন।’’

প্রসঙ্গত, কামারহাটি এলাকায় একটি ডোবা ভরাট করে জয়ন্ত ওই বাড়ি তৈরি করেছিলেন বলে অভিযোগ। দীর্ঘদিন ওই এলাকায় দাপট বজায় রাখলেও গত বছর এক ব্যক্তিকে মারধরের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় এবং পুলিশ-প্রশাসন জয়ন্তের বিরুদ্ধে পদক্ষেপ করে। তখনই বেআইনি ভাবে নির্মিত এই বাড়ি তৈরির বিষয়টি সামনে এসেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন