প্রাণ গেল তিন জনের

সোমবার সকালে চাঁদা এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক সাইকেল আরোহীর। গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি তুলে এলাকার মানুষ মৃতদেহ রাস্তায় ফেলে প্রায় দু’ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের পথ দুর্ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ০৩:০০
Share:

শোকার্ত: মৃতের পরিজনেরা। ছবি: নির্মাল্য প্রামাণিক।

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল বনগাঁ-বাগদা সড়কের চাঁদা এলাকায়।

Advertisement

মঙ্গলবার ভোর ৫টা নাগাদ দু’টি গাড়ি ও অটোর সংঘর্ষে প্রাণ গেল তিনজনের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কেষ্টপদ বিশ্বাস (৬৫), বিশ্বদেব মণ্ডল (৪৪) ও গৌরাঙ্গ সাহা (৫০)। বিশ্বদেব গাড়ির চালক ছিলেন। আহত আটজন বনগাঁ ও আরজিকরে চিকিৎসাধীন। মৃতদের বাড়ি বাগদার কুরুলিয়া ও বাগদা এলাকায়।

সোমবার সকালে চাঁদা এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক সাইকেল আরোহীর। গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি তুলে এলাকার মানুষ মৃতদেহ রাস্তায় ফেলে প্রায় দু’ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের পথ দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা রঞ্জিত দাস জানান, সড়কটি যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। পথে বের হতেই ভয় পাচ্ছেন মানুষ। যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা না গেলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। জেলা পরিবহণ সংস্থার সরকারি সদস্য গোপাল শেঠ বলেন, ‘‘দুর্ঘটনা এড়াতে ওই সড়কে যানের গতি কমাতে স্পিড ব্রেকার বসানো হচ্ছে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোর ৫টা নাগাদ বাগদা থেকে বনগাঁ যাচ্ছিল অটো ও একটি যাত্রিবাহি গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি বেশ জোরেই চলছিল। অটোকে ওভারটেক করে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা আরও একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই যাত্রিবাহী গাড়িটির। গাড়ি ও অটো সড়কের পাশে ডোবার মধ্যে উল্টে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ যায়।

ডোবায়-গাড়ি: চাঁদাতে। —নিজস্ব চিত্র।

এলাকার মানুষের দাবি, ওই সড়ক দিয়ে বেপরোয়া গতিতে বাস, অটো, ট্রাক-সহ নানা যানবাহন যাতায়াত করে। অটো ও বাসের মধ্যে রেষারেষিও দেখা যায়। চাঁদা বাজার থেকে কে কার আগে যাত্রী তুলবে, তা নিয়ে চালকদের মধ্যে প্রতিযোগিতাও চলে। অভিযোগ, অটোতে অতিরিক্ত যাত্রী থাকে। চালকের ডানপাশেও যাত্রী তোলা হয়। সড়কের পাশে কোথাও কোথাও ইমারতি মালপত্রও পড়ে থাকতে দেখা যায়। ফলে ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে। মৃত্যু ও জখমের ঘটনাও ঘটছে নিয়মিত।

গাড়িগুলির গতি নিয়ন্ত্রণের জন্য চাঁদা বাজারে গার্ডরেল দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু তারপরেও গাড়ির গতি কমেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার দুর্ঘটনার পর বেআইনি গাড়ি ধড়পাকড় শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement