Tapasili

পাশে আনতে বাড়িতে

সম্প্রদায়ের মধ্যে গেরুয়া শিবিরের একাধিক সংগঠন সক্রিয়। এই পরিস্থিতিতে ৭ অক্টোবর থেকে শিলিগুড়িতে তৃণমূলের তফসিলি সংলাপ প্রচার কর্মসূচি চলছে।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০২:৩৯
Share:

প্রতীকী ছবি।

তফসিলি ভোট ব্যাঙ্ক নিজের দিকে টানতে পিকের নির্দেশে এ বার বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের তফসিলি নেতারা। ‘তফসিলি সংলাপ’ নামে ওই কর্মসূচি শুরু হয়েছে। হাথরসে দলিত মেয়ের উপর অত্যাচারের অভিযোগের ঘটনাটি নিয়েই সেই প্রচার শুরু হয়েছে।

Advertisement

কী বলা হচ্ছে? তৃণমূল নেতারা জানান, হাথরসে দলিত সম্প্রদায়ের মেয়ের উপর ধর্ষণের অভিযোগ, পরিবারকে না জানিয়ে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা, পরিবারের সদস্যদের মুখ খুলতে না দেওয়ার জন্য কী ভাবে পুলিশ, প্রশাসন চাপ সৃষ্টি করছে তা তুলে ধরা হচ্ছে। সেখানে বিজেপি সরকারে রয়েছে, তারা এ রাজ্যে এলে এখানেও এমন ঘটবে বলে প্রচার করা হচ্ছে বলে জানাচ্ছেন ওই নেতারা।

এমন ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি নেতাদের কপালে। জেলায় মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র দু’টিতে সিংহভাগ ভোট ব্যাঙ্কই তফসিলি জাতি ও জনজাতির। দলীয় সূত্রে খবর, ফাঁসিদেওয়া বিধানসভায় সেটা ৬৫ শতাংশ। মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে সেই সংখ্যা ৭০ শতাংশের ওপরে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তা ২৫-৩০ শতাংশের মতো। এই ভোটের একটা বড় অংশ লোকসভা ভোটে বিজেপির পক্ষে গিয়েছে। ওই সম্প্রদায়ের মধ্যে গেরুয়া শিবিরের একাধিক সংগঠন সক্রিয়। এই পরিস্থিতিতে ৭ অক্টোবর থেকে শিলিগুড়িতে তৃণমূলের তফসিলি সংলাপ প্রচার কর্মসূচি চলছে।

Advertisement

বিজেপির জাতীয় পরিষদের নেতা ও খড়িবাড়ির বাসিন্দা গণেশ দেবনাথ বলেন, ‘‘তৃণমূল ওই মানুষদের ভুল বোঝাতে চাইছে। নিজের ঘরের আগুন চাপা দিতে পারছে না অন্য রাজ্যের ঘটনা নিয়ে হইচই করছে।’’

মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে প্রচারের দায়িত্বে থাকা তফসিলি নেতা সুজিত দাস বলেন, ‘‘বাড়ি বাড়ি গিয়ে বলছি হাথরসের ঘটনা শুনেছেন তো। অনেকেই শুনে আঁতকে উঠছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement