পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

সিপিএমের হাত থেকে ফের সুন্দরবন এলাকার একটি গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি পঞ্চায়েতটির সিপিএম প্রধান অমল মণ্ডলের বিরুদ্ধে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি অনাস্থা এনেছিল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হিঙ্গলগঞ্জ শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০১:০২
Share:

সিপিএমের হাত থেকে ফের সুন্দরবন এলাকার একটি গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি পঞ্চায়েতটির সিপিএম প্রধান অমল মণ্ডলের বিরুদ্ধে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি অনাস্থা এনেছিল তৃণমূল। সোমবার সেখানে ভোটাভুটিতে তৃণমূল ৯-০ ভোটে জয়ী হয়। প্রশাসন জানিয়েছে, ওই পঞ্চায়েতে মোট আসন ১৪টি। সিপিএমের দখলে ছিল ৮টি, তৃণমূলের দখলে ৬টি আসন। প্রধান হন সিপিএমের অমল মণ্ডল। এ দিন ভোটাভুটিতে প্রধান-সহ সিপিএমের ৫ জন অনুপস্থিত ছিলেন। অমলবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানেননি।

Advertisement

স্থানীয় তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের শরিক হতে সবাই হয় তৃণমূলে যোগ দিচ্ছেন, নয়তো বাইরে থেকে দলকে সমর্থন করছে। সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের উন্নয়নের গতি বাড়ানোর জন্যই সিপিএম প্রধানের বিরুদ্ধে বাকিরা একজোট হয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন