Tutor Arrested at Gaighata

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উত্তর ২৪ পরগনার গাইঘাটায়, গ্রেফতার গৃহশিক্ষক

‘নির্যাতিতা’র পরিবারের দাবি, শুধু সোমবার সন্ধ্যায় নয়, মেয়েকে জিজ্ঞাসা করে তারা জানতে পারে, গত দু’মাস ধরে বিভিন্ন সময়ে তাকে যৌন নির্যাতন করেছেন গৃহশিক্ষক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক গৃহশিক্ষক। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। অভিযোগ, প্রায় দু’মাস ধরে শিশুকে পড়ানোর সময়ে যৌন নির্যাতন করেছেন ওই গৃহশিক্ষক।

Advertisement

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত এবং ‘নির্যাতিতা’র পরিবারের বাড়ি কাছাকাছি। গত আড়াই বছর ধরে শিশুটি ওই গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করত। কিন্তু সোমবার সন্ধ্যায় গৃহশিক্ষকের বাড়িতে গেলে শিশুটিকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

‘নির্যাতিতা’র পরিবারের দাবি, শুধু সোমবার সন্ধ্যায় নয়, মেয়েকে জিজ্ঞাসা করে তারা জানতে পারে, গত দু’মাস ধরে বিভিন্ন সময়ে তাকে যৌন নির্যাতন করেছেন গৃহশিক্ষক। সোমবার রাতে গাইঘাটা থানার পুলিশের কাছে ওই গৃহশিক্ষক তথা প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।

Advertisement

অভিযোগ পেয়ে সোমবার রাতেই গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement