ছাত্রীর মৃত্যু, চাঞ্চল্য

এক ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হল ব্যারাকপুর চিড়িয়ামোড়। পুলিশ জানায়, বৃহস্পতিবার ওয়েলেসলি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী নেহা পরভিন ক্লাসে অসুস্থ হলে দুই শিক্ষিকা তাকে বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সেখানে তাকে মৃত ঘোষণার পরে ছাত্রেরা একটি পুলিশ-অ্যাম্বুল্যান্সে চড়াও হয়, মারধর করা হয় চালককে।

Advertisement
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০১:৩৫
Share:

এক ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হল ব্যারাকপুর চিড়িয়ামোড়। পুলিশ জানায়, বৃহস্পতিবার ওয়েলেসলি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী নেহা পরভিন ক্লাসে অসুস্থ হলে দুই শিক্ষিকা তাকে বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সেখানে তাকে মৃত ঘোষণার পরে ছাত্রেরা একটি পুলিশ-অ্যাম্বুল্যান্সে চড়াও হয়, মারধর করা হয় চালককে। পুলিশ জেনেছে, ওই ছাত্রী পড়ে গিয়ে আঘাত পায়। রক্তবমি হতে দেখে স্কুল অ্যাম্বুল্যান্স ডাকে। কর্তব্যরত সিভিক পুলিশ বিষয়টি জেনেও গুরুত্ব দেননি বলে অভিযোগ। ওই ছাত্রীকে অটোয় নিয়ে যাওয়া হয়। ব্যারাকপুরের পুলিশ কমিশনার নীরজকুমার সিংহ বলেন, ‘‘ওই ছাত্রীকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কোনও সিভিক পুলিশ কর্মীর গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।’’ এ দিনই মুচিপাড়া থানার শত্রুঘ্ন ঘোষ লেনে সুকন্যা গুহ (১৮) নামে এক ছাত্রীর অপমৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement