Road Accident

পথ দুর্ঘটনায় মৃত্যু অ্যাপ-বাইক চালকের, আহত যাত্রী

কালে অ্যাপ-বাইক বুক করে স্বাগতা বাটানগরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। মোল্লারগেট খালপোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি খালপোলের গার্ডওয়ালে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন চালক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অ্যাপ-বাইক চালকের। গুরুতর আহত হয়েছেন অ্য়াপ-বাইকের মহিলা যাত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলার মোল্লারগেট খালপোলের কাছে, বজবজ ট্রাঙ্ক রোডে। পুলিশ সূত্রের খবর, মৃত বাইকচালক মহেশতলার আক্রার মাগুরার মিরপাড়ার বাসিন্দা মহম্মদ রিয়াজউদ্দিন মির। আহত মহিলা যাত্রী নুঙ্গির ধর্মতলার বাসিন্দা স্বাগতা চট্টোপাধ্যায়। তিনি পেশায় চিকিৎসক।

স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে অ্যাপ-বাইক বুক করে স্বাগতা বাটানগরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। মোল্লারগেট খালপোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি খালপোলের গার্ডওয়ালে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন চালক। রাস্তার উপরে ছিটকে পড়েন স্বাগতাও। এর পরে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক রিয়াজউদ্দিনকে পিষে দেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাইকচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় মহেশতলা ট্র্যাফিক গার্ডের পুলিশ ও জিঞ্জিরাবাজার তদন্ত কেন্দ্রের আধিকারিকেরা। পুলিশ মোটরবাইকটি থানায় নিয়ে যায়। ওই ট্রাক এবং সেটির চালকের খোঁজ শুরু করা হয়েছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন