ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে কী বললেন ঋষি কৌশিক? ছবি: সংগৃহীত।
তিন মাস আগে খুব বড় করেই ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক ‘এসআইটি বেঙ্গল’ ধারাবাহিকের। চিরাচরিত ধারাবাহিকের থেকে একটু অন্য কাহিনি। ফলে উত্তেজিত ছিল দর্শক। বহু দিন পরে পর্দায় ঋষি কৌশিককে দেখে আশা জেগেছিল তাঁর অনুরাগীদের মনে। কিন্তু, মাত্র তিন মাসেই শেষ হচ্ছে সেই ধারাবাহিক।
এই খবর ছড়িয়ে পড়ার পরেই সমাজমাধ্যমে অনুরাগীদের ক্ষোভের শেষ নেই। অনেকেরই প্রশ্ন, বহু কাহিনি নজর না কাড়লেও বহু মাস ধরে চালিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে। তা হলে ‘এসআইটি বেঙ্গল’ কেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?
এখন এমনিতেও বেশির ভাগ ধারাবাহিকই শেষ হয়ে যাচ্ছে কম সময়ে। দর্শকের খারাপ লাগা, ক্ষোভের প্রসঙ্গে কী বললেন অভিনেতা ঋষি? এমনিতেও গল্পভিত্তিক ধারাবাহিক তৈরি হচ্ছে, তা বলাই হয়েছিল চ্যানেলের তরফে। অভিনেতা বলেন, “সম্প্রচারের আগেই ঠিক করা হয়েছিল চার কি পাঁচ মাস সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। গল্পভিত্তিক পর্ব তৈরি হবে। একটু হয়তো সময়ের আগেই শেষ হচ্ছে। কিন্তু এখানে আমরা তো কিছু বলতে পারি না। চ্যানেলের সিদ্ধান্ত। দর্শকের আবেগের কথা বুঝতে পারছি। মানুষ এত ভালবাসা দিচ্ছেন এটাতে খুশি।” মাঝে হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। তার পরে অনেক দিন বাংলা ধারাবাহিক থেকে দূরে ছিলেন ঋষি। এর পরে কি নতুন গল্পে দেখা যাবে তাঁকে? এখনও সে বিষয়ে কিছু বলতে পারছেন না তিনি। সবটাই ক্রমশ প্রকাশ্য।