ডুবে মৃত্যু কিশোরের

পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। শনিবার বিকেলে বসিরহাটের ধলতিথার বাসিন্দা সৈকত সরকার (১৪) নামে ওই কিশোর বাড়ির কাছে একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর সংলগ্ন পুকুরে স্নান করতে যায়।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:০৪
Share:

পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। শনিবার বিকেলে বসিরহাটের ধলতিথার বাসিন্দা সৈকত সরকার (১৪) নামে ওই কিশোর বাড়ির কাছে একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর সংলগ্ন পুকুরে স্নান করতে যায়। পুলিশ জানায়, ছেলে না ফেরায় সন্ধ্যা নাগাদ তার পরিবারের লোকেরা ওই পুকুরে তল্লাশি চালিয়ে সৈকতকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement