COVID Restriction

কড়াকড়ির বিধি পালনে প্রশাসনের প্রখর নজরদারি দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে

নবান্ন থেকে শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারির পর তা কার্যকর করতে রাস্তায় নেমেছে জেলা প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৬:৩৪
Share:

প্রশাসনের কড়া নজরদারি। নিজস্ব চিত্র।

নবান্ন থেকে শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারির পর তা কার্যকর করতে রাস্তায় নেমেছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দেখা গেল সেই ছবি।

Advertisement

কড়াকড়ি ফিরিয়ে আনতে সকাল ১০ বাজতেই রাস্তায় নামে এনফোর্সমেন্ট দল। ডায়মন্ড হারবারে এই দলকে নেতৃত্ব দিয়েছেন সেখানকার মহকুমা শাসক। সেখানে ১১৭ নম্বর জাতীয় সড়কের দু’ধারে থাকা দোকানগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১০টা বাজার পরই একের পর এক দোকান বন্ধ করতে বলেন মহকুমা শাসক নিজেই। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে দোকান খুলে রাখায় বেশ কয়েকজন দোকানদারকে ধমকও দেন মহকুমা শাসক সুকান্ত সাহা। আইন অমান্য করায় ৪ জনকে আটকও করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পাশাপাশি বাজারে সাধারণ মানুষের হাতে মাস্কও তুলে দিয়েছেন মহকুমা শাসক।

ডায়মন্ড হারবারের মতো বারুইপুর, জয়নগর, সাগর-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও এ ভাবে অভিযান চালানো হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন