—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাড়িতে ঢুকে লুটপাটের সময় বাধা পেয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বারুইপুর পুরসভা এলাকার একটি দোতলা বাড়িতে শনিবার সকালে একা ছিলেন ৬৫ বছরের বৃদ্ধা। পুত্র ও পুত্রবধূ ছিলেন বাইরে। স্বামী প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ির মূল দরজা ভিতর থেকে বন্ধ ছিল না। ওই সুযোগে এক দুষ্কৃতী ঢুকে পড়ে ঘরে।
অভিযোগ, ঘরে ঢুকে লুটপাটের চেষ্টা চালায় ওই দুষ্কৃতী। বৃদ্ধা বাধা দিতে গেলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি করে অভিযুক্ত। তার পর তাঁকে ধর্ষণ করা হয়।
পুলিশের কাছে ওই পরিবার জানিয়েছে, শনিবার সকালে বাড়ির দরজা খোলা ছিল। কারণ বাড়ির কর্তা প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। পুত্রবধূ বাপের বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে সে গৃহকর্ত্রীর কাছে আলমারির চাবি চায়। বৃদ্ধা চাবি দেননি। তখন তাঁকে বেধড়ক মারধর শুরু করে সেই দুষ্কৃতী। বৃদ্ধার হাত থেকে সোনার বালা এবং আঙুল থেকে আংটি খুলে নেয় অভিযুক্ত। তার পরেও বাধা পেয়ে বৃদ্ধাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ।
লিখিত অভিযোগের দায়েরের পর তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদের। পাশাপাশি বৃদ্ধার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বারুইপুর মহকুমা হাসপাতালে। তার রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এমন অভিযোগের প্রেক্ষিতে শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি করেছেন।