Women Empowerment

সুন্দরবনে আর যাতে বাঘের পেটে যেতে না হয়, মহিলাদের প্রশিক্ষণ রাজ্যের

সুন্দরবনের নদী তীরবর্তী কুমিরমারি, সাতজেলিয়া, লাহিড়ীপুর, পাখিরালয়-সহ আশপাশের এলাকার মানুষরা পেটের টানেই জঙ্গলে যান। সেখানে মাছ, কাঁকড়া ধরেন। মধু সংগ্রহ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সুন্দরবন  শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৩
Share:

সুন্দরবনের বাসিন্দাদের জঙ্গল নির্ভরতা কমাতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। মহিলাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ছবি: ভিডিয়ো থেকে।

সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে যান ওঁরা। এটাই পেশা। পেটের টানে জঙ্গলে গিয়ে অনেককেই যেতে হয়েছে বাঘের পেটে। সুন্দরবনের বাসিন্দাদের এই জঙ্গল নির্ভরতা কমাতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। মহিলাদের স্বনির্ভর করতে গত কয়েক মাস ধরে হাতের কাজ শেখাচ্ছে বন দফতর।

Advertisement

সুন্দরবনের নদী তীরবর্তী কুমিরমারি, সাতজেলিয়া, লাহিড়ীপুর, পাখিরালয়-সহ আশপাশের এলাকার মানুষরা পেটের টানেই জঙ্গলে যান। সেখানে মাছ, কাঁকড়া ধরেন। মধু সংগ্রহ করেন। তা করতে গিয়ে বার বার বাঘের হামলার মুখে পড়েন বহু মানুষ। বহু পরিবার স্বজন হারিয়েছেন। এ বার স্থানীয়দের জঙ্গল নির্ভরতা কমাতে নানা উদ্যোগ নিল বন দফতর ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। সেই নিয়ে নদীর তীরবর্তী এলাকায় প্রচারও চলছে।

ইতিমধ্যেই গ্রামে মৌমাছি পালন করে মধু সংগ্রহ, পুকুরে মাছ চাষ-সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। এ বার গ্রামের মহিলাদের হাতের কাজ শেখাচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। গত তিন মাস ধরে যৌথ বন পরিচালন কমিটির মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পেয়ে গ্রামের মহিলারা এখন ফুলদানি, ব্যাগ, টি শার্ট-সহ ঘর সাজানোর জিনিস তৈরি করছেন। সবেতেই রয়েছে সুন্দরবনের ছোঁয়া। তাঁদের তৈরি এই সব জিনিস বিক্রির জন্য সজনেখালিতে একটি প্রদর্শনীর আয়োজন করেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।

Advertisement

সুন্দরবনে এখন বেড়ানোর মরসুম চলছে। সুন্দরবনে বেড়াতে এসে এই প্রদর্শনী থেকে পর্যটকরা নানা জিনিস কিনতে পারছেন। এর ফলে রোজগারও হতে শুরু করেছে মহিলাদের। প্রদর্শনীতে বসে মহিলারা জিনিসপত্র তৈরিও করছেন। কিনতে এসে সেই জিনিস তৈরি করা দেখতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। কলকাতার একটি বেসরকারি সংস্থা মহিলাদের এই প্রশিক্ষণ দিচ্ছে। তাঁদের স্বাবলম্বী করে তুলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন