বাবার কাটারির কোপে জখম মা-ছেলে, ধৃত

পুলিশ জানিয়েছে, আহতদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের আত্মীয় নাসিরউদ্দিন মণ্ডলের অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই পুলিশ আলি হোসেন মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০০:২৮
Share:

প্রতীকী চিত্র।

বাড়ির অমতে বিয়ে করার ‘অপরাধে’ ছেলেকে দা দিয়ে কোপাল বাবা। তাকে বাধা দিতে এসে দায়ের কোপে আহত হন মা-ও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার উত্তর শেরপুর গ্রামে।

Advertisement

পুলিশ জানিয়েছে, আহতদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের আত্মীয় নাসিরউদ্দিন মণ্ডলের অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই পুলিশ আলি হোসেন মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গত ছ’মাস আগে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করেন উত্তর শেরপুর গ্রামের রফিকুল মণ্ডল। কিন্তু ছেলের এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিলেন না আলি হোসেন। তা নিয়ে সংসারে বিবাদ বাধে। বিষয়টি মীমাংসার জন্য গ্রামের মাথাদের নিয়ে একাধিকবার সালিশি সভাও বসে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। আলি হোসেনের দাবি, বিয়ের আগে ছেলে যেমন বাবার কথা শুনে চলত, কাজ করত তেমনটা আর করে না। ছেলে বৌয়ের কথা শুনে চলে। ঠিকমতো মাঠের কাজেও যায় না।

Advertisement

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে এ সব নিয়ে অশান্তি আরও বাড়ে। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায় রফিকুল। এমন ঘটনা আর ঘটাবেন না বলে বাবার অনুরোধে গত তিন দিন ধরে ছেলে-বৌমা বাড়িতে ফেরেন।

পুলিশ জানায়, এ দিন রাত ৯টা নাগাদ বাথরুমে গিয়েছিলেন রফিকুল। তা দেখে দা হাতে ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে আলি হোসেন। ছেলেকে কোপাচ্ছে দেখে ঘর থেকে বেরিয়ে আসেন রফিকুলের মা মরিয়ম বিবি। স্বামীকে সরিয়ে দিতে গেলে দায়ের কোপ পড়ে ওই মহিলার ডান হাতে। রক্তাক্ত দু’জনেই মাটিতে লুটিয়ে পড়ে।

ততক্ষণে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ আলি হোসেনকে গ্রেফতার করে। যে দা দিয়ে কোপানো হয়েছে সেটিও উদ্ধার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন