একই নম্বরের দু’টি ট্রেলার, ধৃত যুবক

বুধবার রাতে পেট্রাপোল থানার পুলিশ স্থানীয় জয়ন্তীপুর বাজার এলাকায় সড়কে থাকা একটি পণ্য-ভর্তি ট্রাক আটক করে।

Advertisement

  নিজস্ব সংবাদদাতা

পেট্রাপোল শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০৩:১৯
Share:

প্রতীকী ছবি

একই নম্বরের দু’টি ট্রেলার আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

Advertisement

বুধবার রাতে পেট্রাপোল থানার পুলিশ স্থানীয় জয়ন্তীপুর বাজার এলাকায় সড়কে থাকা একটি পণ্য-ভর্তি ট্রাক আটক করে। তদন্তে নেমে পেট্রাপোল থানার পুলিশ জানতে পারে, আটক করা ট্রেলারের যে নম্বর (এনএল- ০১/এল- ৭৫৮৩), সেই একই নম্বরের অন্য একটি ট্রাক রয়েছে পেট্রাপোলে সেন্ট্রাল ওয়্যার হাউজ কর্পোরেশনের গোডাউনে। সেটিও মালপত্রে ঠাসা।

খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, স্থানীয় মতিগঞ্জ এলাকার বাসিন্দা হাজরা ওরফে রাজু ওই দু’টি ট্রাক দেখাশোনা করে। পুলিশ রাতেই রাজুকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সড়ক থেকে আটক ট্রেলারটির নম্বর আসল। সেটির মালিক রাজুর ভাইয়ের স্ত্রী। আর গোডাউনে থাকা ট্রেলারের মালিক রাজু নিজে। দু’টি ট্রেলারই পণ্য নিয়ে বাংলাদেশের যাওয়ার কথা ছিল।

বনগাঁর এসডিপিও অনিল রায় জানিয়েছেন, ধৃতকে জেরা করে জানা গিয়েছে, বাণিজ্যের কাজে রাজস্ব ফাঁকি দেওয়া ও বিভিন্ন অর্থনৈতিক সুবিধা পেতে রাজু নিয়মিত ট্রেলারের নম্বর পাল্টে দিত। গোডাউনে থাকা ট্রেলারটিও নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে পুলিশ। শুল্ক দফতরের ক্লিয়ারেন্স পাওয়া গেলে ট্রাকটি আটক করা হবে বলে জানানো হয়েছে।

একই নম্বরের দু’টি ট্রেলার থাকলে কী সুবিধা হতে পারে মালিকের?

তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, ধরা যাক শুল্ক দফতরের কর্তারা যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে একটি নম্বরের ট্রেলারকে পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিল। সে ক্ষেত্রে অন্য ট্রেলারটির একই নম্বর হওয়ায় ওই একই ছাড়পত্র ব্যবহার করে দু’টি ট্রেলারই বাংলাদেশে যেতে পারে।

বন্দর সূত্রে জানা গিয়েছে, অতীতেও এমন ঘটনা ঘটেছে। এ দেশ থেকে ট্রাকে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ট্রাক বেনাপোলে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন