ছাগল কাটা নিয়ে বচসা, চপার দিয়ে কোপানোয় গণপিটুনি, মৃত্যু যুবকের

শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার খোশদেলপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, জখম টপি সাহাজি ও তাঁর মেসো জুম্মান মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৫:৫৭
Share:

রক্তাক্ত: সাইফুল সাহাজি। নিজস্ব চিত্র

ছাগল কাটা নিয়ে বচসার জেরে এক যুবক ও তাঁর মেসোকে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক সাইফুল সাহাজিকে পিটুনি দেয় এলাকার লোকজন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

Advertisement

শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার খোশদেলপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, জখম টপি সাহাজি ও তাঁর মেসো জুম্মান মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরে অভিযুক্ত সাইফুল সাহাজিকে তাড়া করে ধরে ফেলেন এলাকার লোকজন। শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ সাইফুলকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার মৃত্যু হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী সাত্তার সাহাজির মেয়ের বিয়ে উপলক্ষে তাঁর বাড়ির কাছেই এক ব্যক্তির জমিতে ছাগল কাটা হচ্ছিল। সাইফুল তাতে বাধা দেয়। সাত্তারের দাবি, যার জমিতে তিনি ছাগল কাটতে গিয়েছিলেন, তিনি অনুমতি দিয়েছিলেন। তা সত্ত্বেও সাইফুল তাঁদের উপরে হামলা চালায়।

অভিযোগ, সাইফুল টপির আত্মীয় পাপ্পুকে মারধর করে। টপি ও জুম্মান প্রতিবাদ করলে সাইফুল তাঁদের চপার দিয়ে কোপায়। এরপরেই সাইফুলকে ধরে মারধর করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement