রাস্তার মোড়ের দোকানে বসে চা খাওয়ার সময়ে কপালে পাইপগান ঠেকিয়ে গুলি করে চলে গেল যারা, তাদের বয়স আঠারো ছুঁই ছুঁই। আর খুন হল যে, সে-ও সদ্য কুড়ির কোঠায়। পুলিশ জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ৩টে নাগাদ কাঁকিনাড়া নয়াবাজারে গুলিবিদ্ধ যুবকের নাম রিয়াজ আলি (২০)। নামটা বেশ কয়েক বছর ধরেই পুলিশের খাতায় নথিভুক্ত। ডাকাতি, লুঠপাট, যৌন হেনস্থা এমন অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনাস্থলের কাছেই ২ নম্বর গলিতে রিয়াজের বাড়ি। কিছু দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল। রিয়াজকে স্থানীয় ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গোষ্ঠীদ্বন্দের জেরে এই খুন।