উত্‌সবের মরসুমে সম্প্রীতি-যাত্রা ক্যানিংয়ে

চলে এল দুর্গোত্‌সব। তার গায়ে গায়েই ঈদ। উত্‌সবের মরসুমে মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে পদযাত্রার উদ্যোগ করল ক্যানিং থানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:২২
Share:

এগিয়ে চলেছে পদযাত্রা।

চলে এল দুর্গোত্‌সব। তার গায়ে গায়েই ঈদ। উত্‌সবের মরসুমে মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে পদযাত্রার উদ্যোগ করল ক্যানিং থানা।

Advertisement

সোমবার ক্যানিং থানা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সম্প্রীতি যাত্রায় পা মেলালেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা-সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা। ক্যানিং-১ ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার চারেক মানুষ এতে যোগ দেন।

এ দিন পদযাত্রার শেষে ক্যানিং বাসস্ট্যান্ডে এক পথসভারও আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী সকলকে দুর্গোত্‌সব ও আসন্ন ঈদ উপলক্ষে আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, “স্বাধীনতার ৬৮ বছর পরে আজও আমাদের সম্প্রীতি যাত্রা করতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষে-মানুষে ভেদাভেদ তৈরি করে। আমাদের সাবধান থাকা উচিত।” অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের সহ সভাপতি শৈবাল লাহিড়ি, এসডিপিও বিশ্বজিত্‌ মাহাতো, কংগ্রেস জেলা সভাপতি অর্ণব রায়, বিডিও বুদ্ধদেব দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস-সহ অনেকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন