ওয়ান ম্যান শো’

প্রকৃত অর্থেই ‘ওয়ান ম্যান শো’। একাই নাটক করেন লাকি জি গুপ্ত। চলন্ত ট্রেনের কামরায়, স্টেশনে, বাসস্ট্যান্ডে নাটক শুরু করে দেন তিনি। দর্শক জমে গেলে তাঁদেরও নাটকের চরিত্র বানিয়ে ফেলেন। শ্যামনগর শিশুমেলায় জম্মু থেকে এসে তেমনই পারফর্ম করে গেলেন লাকি। অভিনব এই ঘরানায় ‘মা মুঝে টেগর বনা দে’— নাটকটি দেখে বিস্মিত ও মুগ্ধ দর্শক।

Advertisement
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:৩৭
Share:

প্রকৃত অর্থেই ‘ওয়ান ম্যান শো’। একাই নাটক করেন লাকি জি গুপ্ত। চলন্ত ট্রেনের কামরায়, স্টেশনে, বাসস্ট্যান্ডে নাটক শুরু করে দেন তিনি। দর্শক জমে গেলে তাঁদেরও নাটকের চরিত্র বানিয়ে ফেলেন। শ্যামনগর শিশুমেলায় জম্মু থেকে এসে তেমনই পারফর্ম করে গেলেন লাকি। অভিনব এই ঘরানায় ‘মা মুঝে টেগর বনা দে’— নাটকটি দেখে বিস্মিত ও মুগ্ধ দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement