গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য

তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে জীবনতলার গাববুনিতে। পুলিশ জানিয়েছে, চড়াবিদ্যা পঞ্চায়েতের ওই সদস্যের নাম আবদুল শেখ। তাঁর পিঠে দু’টি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০২:২০
Share:

তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে জীবনতলার গাববুনিতে। পুলিশ জানিয়েছে, চড়াবিদ্যা পঞ্চায়েতের ওই সদস্যের নাম আবদুল শেখ। তাঁর পিঠে দু’টি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন ভোরে মোটর বাইক নিয়ে আবদুল বাসন্তীর ৪ নম্বর চ়ড়াবিদ্যার পেটুয়াখালির বাড়ি থেকে সরবেড়িয়ায় মাছের আড়তে যেতেন। এ দিনও বেরিয়েছিলেন ওই সময়েই। একটি মোটর বাইকে দুই দুষ্কৃতী তাঁর পিছু নেয়। গাববুনির কাছে ফাঁকা রাস্তায় আবদুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। পরে বিশাল বাহিনী নিয়ে এলাকায় আসেন সিআই রতন চক্রবর্তী। গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, ‘‘আবদুল আমাদের দলের এক জন সক্রিয় কর্মী। ওঁকে খুন করতে ভাড়াটে গুন্ডা এনে আক্রমণ চালানো হয়েছে। পুলিশকে বলেছি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে।’’ পুলিশ জানিয়েছে, আবদুলের শ্বশুর কুরবান আলি সর্দারের অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement