ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। মায়ের সঙ্গে থাকা বছর চারেকের এক শিশু কন্যার হাত ট্রেনে কাটা পড়ে। শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের সঞ্জয়পল্লির কাছে রেল লাইনে। রেল পুলিশ জানিয়েছে, ওই মহিলা ও শিশুটির পরিচয় জানা যায়নি। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং থানার ওসি সতীনাথ চট্টোরাজ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাস। তারাই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন। কিন্তু মহিলার দেহ রেল লাইনের ধারে প্রায় আড়াই ঘণ্টা পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। রেল পুলিশ জানিয়েছে, শিয়ালদহ থেকে ডোম এনে দেহ তুলতে হয়েছে। সে কারণেই দেরি হয়েছে।