দাবি আদায়ে সই সংগ্রহে নিত্যযাত্রীরা

যাত্রী সুরক্ষায় ওভার ব্রিজ, প্ল্যাটফর্মের আয়তন বৃদ্ধি, স্টেশনে মহিলা-পুরুষদের জন্য বাথরুমের সংখ্যা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সই সংগ্রহ শুরু করলেন যাত্রীরা। বৃহস্পতিবার বসিরহাটের ভ্যাবলা হল্টে সই সংগ্রহকারীরা দাবি করেন, হাসনাবাদ-শিয়ালদহ রেলপথের সমস্যাগুলি নিয়ে নেতা-মন্ত্রী থেকে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের একাধিক বার স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সবের ফলে কয়েকটি বিষয়ে অনুমোদন মিললেও অজ্ঞাত কারণে তা রূপায়ণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তাই নতুন করে এই আন্দোলনে নামা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৫ ০২:১৮
Share:

যাত্রী সুরক্ষায় ওভার ব্রিজ, প্ল্যাটফর্মের আয়তন বৃদ্ধি, স্টেশনে মহিলা-পুরুষদের জন্য বাথরুমের সংখ্যা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সই সংগ্রহ শুরু করলেন যাত্রীরা।

Advertisement

বৃহস্পতিবার বসিরহাটের ভ্যাবলা হল্টে সই সংগ্রহকারীরা দাবি করেন, হাসনাবাদ-শিয়ালদহ রেলপথের সমস্যাগুলি নিয়ে নেতা-মন্ত্রী থেকে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের একাধিক বার স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সবের ফলে কয়েকটি বিষয়ে অনুমোদন মিললেও অজ্ঞাত কারণে তা রূপায়ণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তাই নতুন করে এই আন্দোলনে নামা।

বিক্ষোভকারীদের মধ্যে চন্দন বিশ্বাস, দেবব্রত গাইন বলেন, “যাত্রীদের সই সম্বলিত নথি সংশ্লিষ্ট দফতর-সহ কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীদের কাছে পাঠানো হবে। তাতেও কাজ না হলে বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনে নামতে হবে।”

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ-শিয়ালদহ রেলপথের মধ্যে ভ্যাবলা হল্ট-সংলগ্ন বাস রাস্তায় ওভার ব্রিজ না থাকায় গুরুত্বপূর্ণ ওই রাস্তায় বড় রকম যানজটের সৃষ্টি হয়। স্টেশনটিতে শেড-এর আয়তন বৃদ্ধিও জরুরি। বিক্ষোভকারীদের দাবি, ২০১২-১৩ সালের রেল বাজেটে ভ্যাবলা হল্ট ও চাঁপাপুকুর স্টেশনের মধ্যবর্তী উত্তর দেবীপুর গ্রামে একটি নতুন স্টেশনের প্রস্তাব ঘোষণা করা হয়েছিল। বহু যাত্রী বিশেষ করে বসিরহাট কলেজের ছাত্রছাত্রীদের তা হলে বিশেষ সুবিধা হয়। কিন্তু এখনও সেই পরিকল্পনা কার্যকর হয়নি।

তাঁরা আরও জানান, যাত্রী সুবিধার্থে সকালে হাসনাবাদ থেকে ৩৩৩১২ ডিএন ট্রেনটির যাত্রাপথ বাড়িয়ে শিয়ালদহ পর্যন্ত করা জরুরি। ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে সকালে একটি ডাউন এবং সন্ধ্যায় শিয়ালদহ থেকে একটি আপ ট্রেন চালানোও দরকার। যাত্রীদের দাবি, সন্ডালিয়া-চাঁপাপুকুর স্টেশনের মধ্যে ডাবল লাইনের কাজ দ্রুত শেষ হওয়া চাই। চাঁপাপুকুর-হাসনাবাদ স্টেশনের মধ্যে ডবল লাইনেরও অনুমোদন চান তাঁরা। এ ছাড়াও আরও কয়েক দফা দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন