দুর্ঘটনায় যুবকের মৃত্যু, বাসে আগুন ধরিয়ে দিল জনতা

দু’টি বাসের রেষারেষির জেরে প্রাণ হারালেন এক যুবক। উত্তেজিত জনতা একটি বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে আমডাঙার খেলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। গোলমালের জেরে যানজটে নাকাল হন বহু মানুষ। উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার কৃষ্ণগঞ্জে উপনির্বাচনের কাজে বহু গাড়ি যাচ্ছিল ওই পথ ধরে। আটকে পড়ে সেগুলিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আমডাঙা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২৮
Share:

তখনও আসেনি দমকল।—নিজস্ব চিত্র।

দু’টি বাসের রেষারেষির জেরে প্রাণ হারালেন এক যুবক। উত্তেজিত জনতা একটি বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে আমডাঙার খেলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। গোলমালের জেরে যানজটে নাকাল হন বহু মানুষ। উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার কৃষ্ণগঞ্জে উপনির্বাচনের কাজে বহু গাড়ি যাচ্ছিল ওই পথ ধরে। আটকে পড়ে সেগুলিও।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবরা-গড়িয়া এনএম-৫ রুটের একটি বাসের সঙ্গে রেষারেষি চলছিল হাবরা-ব্যারাকপুর ৮৭ নম্বর রুটের একটি বাসের। দু’টি বাসই তীব্র গতিতে আসছিল বারাসতের দিকে। বেলা ১১টা নাগাদ খেলিয়ার কাছে উল্টো দিক থেকে মোটর বাইকে আসছিলেন সাজাহান মণ্ডল (২২) নামে আমডাঙার বেড়াবেড়ির বাসিন্দা এক যুবক। এনএম-৫ রুটের বাসটি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। মোটর বাইকটি বাসের চাকার তলায় আটকে যায়। দুর্ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশো মিটার দূরে বাসের চাকার সঙ্গে ছেঁচড়ে যায় মোটর বাইকটি।

এরপরেই বাস ফেলে পালায় চালক। যাত্রীরা ভয়ে নেমে পড়েন। উত্তেজিত জনতা বাসে ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে এসে পড়েছে পুলিশ। কিন্তু উত্তেজিত জনতাকে শান্ত করতে পারা তো দূরের কথা, পুলিশকেই তাড়া করে জনতা। তখনকার মতো এলাকা ছেড়ে চলেও আসে পুলিশ। পরে বারাসতের এসডিপিও সুবীর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ৩টের পরে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একে তো রাস্তার অবস্থা খারাপ। তার উপরে বেপরোয়া ভাবে বাস, ট্রাক চলাচল করে এই রাস্তায়। ফলে দুর্ঘটনা লেগেই থাকে। সব জেনেও দুর্ঘটনা নিয়ন্ত্রণের কোনও রকম চেষ্টাই নেই পুলিশ-প্রশাসনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন