ধৃত ২১ জন বাংলাদেশি

বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ২১ বাংলাদেশিকে গ্রেফতার করল। বৃহস্পতিবার সকালে হাবরা থানার যশোর রোডের ঘটনাটি ঘটে। বাসটি বনগাঁর দিক থেকে বারাসতের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ন’জন করে পুরুষ ও মহিলা এবং ৩ জন শিশু ছিল। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে এক মহিলা-সহ তিনজন বাংলাদেশি দালালও ছিল। যারা বাকিদের হাওড়ায় পৌঁছে দিতে যাচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৩
Share:

বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ২১ বাংলাদেশিকে গ্রেফতার করল। বৃহস্পতিবার সকালে হাবরা থানার যশোর রোডের ঘটনাটি ঘটে। বাসটি বনগাঁর দিক থেকে বারাসতের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ন’জন করে পুরুষ ও মহিলা এবং ৩ জন শিশু ছিল। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে এক মহিলা-সহ তিনজন বাংলাদেশি দালালও ছিল। যারা বাকিদের হাওড়ায় পৌঁছে দিতে যাচ্ছিল। ওই তিনজনের কাছ থেকে মহারাষ্ট্রের ভুয়ো আধার কার্ড ও রেশন কার্ড পাওয়া গিয়েছে।

Advertisement

চোলাই-সহ ধৃত ২। মাতলা সেতুর উপর থেকে বৃহস্পতিবার সকালে চোলাই-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম তাপস সর্দার ও সুব্রত হালদার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement