ধৃত ৫ মাদক পাচারকারী

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পৃথক দু’টি ঘটনায় পুলিশ হেরোইন ও গাঁজা পাচারের সময়ে পাঁচ জনকে গ্রেফতার করলঘ। ঘটনা দু’টি ঘটেছে বনগাঁ থানার টাউনহল ও খলিতপুর এলাকায়। ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সোমবার বারাসত জেলা আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রাতে রাখা হয়েছে বনগাঁ উপ-সংশোধনাগারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ০০:২৬
Share:

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পৃথক দু’টি ঘটনায় পুলিশ হেরোইন ও গাঁজা পাচারের সময়ে পাঁচ জনকে গ্রেফতার করলঘ। ঘটনা দু’টি ঘটেছে বনগাঁ থানার টাউনহল ও খলিতপুর এলাকায়। ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সোমবার বারাসত জেলা আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রাতে রাখা হয়েছে বনগাঁ উপ-সংশোধনাগারে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ এসডিপিও মীর সহিদুল আলি অভিযান চালিয়ে শহরের টাউনহল এলাকা থেকে একটি গাড়ি-সহ চার হেরোইন পাচারকারীকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকারও বেশি। ধৃত তিন জনের বাড়ি নদিয়ায়। এক জনের বাড়ি গোপালনগর থানা এলাকায়।

অন্য দিকে, বনগাঁ থানার পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে খলিতপুর এলাকা থেকে প্রায় ২৫ কেজি গাঁজা-সহ বিবেকানন্দ মজুমদার ওরফে পাগলা নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, পাগলার নামে ডাকাতি, খুন, মাদক পাচার, অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে বিধাননগর থানার পুলিশ তাকে অস্ত্র কারবারে যুক্ত থাকার অভিযোগে ধরেছিল। ওই ব্যক্তির বাড়ি পাইকপাড়া এলাকায়।

Advertisement

রবিবার বনগাঁ আদালতে দাঁড়িয়ে পাগলা আবার অভিযোগ করে, পুলিশ থানায় নিয়ে এসে মারধর করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। একই অভিযোগ করেছেন তার আইনজীবী বিশ্বজিৎ বিশ্বাসও। পুলিশের দাবি, পাগলার মাথায় আগে থেকেই আঘাত ছিল। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুষ্কৃতীরা নিজেরা বাঁচার জন্য এমন মিথ্যে অভিযোগ করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘ওই ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement