পঞ্চম বার বিয়ে করতে এসে ধরা পড়ে গেল বর

একাই বিয়ে করতে এসেছিল বর। কথা বলার ঢং দেখে সন্দেহ হয় বসিরহাটের বিরামনগর গ্রামের বাসিন্দাদের। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরার মুখে ভেঙে পড়ে বর জানায়, এটা পাঁচ নম্বর বিয়ে। আগে আরও চার-চারখানা বিয়ে করেছে সে। মিথ্যা কথা বলে বিয়ে করতে আসার জন্য শুরু হয় গণধোলাই। হবু বরকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০২:১১
Share:

একাই বিয়ে করতে এসেছিল বর। কথা বলার ঢং দেখে সন্দেহ হয় বসিরহাটের বিরামনগর গ্রামের বাসিন্দাদের। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরার মুখে ভেঙে পড়ে বর জানায়, এটা পাঁচ নম্বর বিয়ে। আগে আরও চার-চারখানা বিয়ে করেছে সে। মিথ্যা কথা বলে বিয়ে করতে আসার জন্য শুরু হয় গণধোলাই। হবু বরকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, একাধিকবার বিয়ের নামে প্রতারণার অভিযোগে রাজু শেখ নামে ওই যুবককে দক্ষিণ ২৪ পরগনার খ্যাগরামারি পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। তার বাড়ি বিহারের মধুবনি জেলার চন্দ্রাহাটি গ্রামে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েক বছর ধরে বিষ্ণুপুরেই থাকছে রাজু। কলকাতার একটি সুতোর কারখানায় কাজ করে সে। সম্প্রতি আর জি কর হাসপাতালে বিরামনগরের ফরিদ গাজির সঙ্গে তার পরিচয় হয়। বন্ধুত্বও হয়ে যায়। তাকে রাজু জানায়, তার আগে দু’টো বিয়ে হয়েছিল। কিন্তু কোনও সন্তান হয়নি। তাই আরও একটি বিয়ে করতে চায় সে। তার কথা শুনে ফরিদ গাজিরও মন গলে। ফরিদের এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে ধুমধাম করে বিয়েও ঠিক হয়ে যায় রবিবার সন্ধ্যায়।

Advertisement

কিন্তু বরকে একা বিয়ে করতে আসতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। ভাঙা বাংলা আর হিন্দিতে কথা বলছিল সে। তাতে সন্দেহ আরও দৃঢ় হয়। চেপে ধরতে জানা যায়, এটা তৃতীয় নয়, পঞ্চমবারের বিয়ে। পাত্রীর বাবা পুলিশকে জানিয়েছেন, মিথ্যা কথা বলে বিয়ে করতে এসেছিল লোকটি। কথা বলে মনে হয়েছে, লোকটি মেয়ে পাচারের দলের সঙ্গে যুক্ত। এ নিয়ে বসিরহাট থানার আইসি প্রসেনঞ্জিৎ দাস বলেন, ‘‘সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’ তবে এমন অভিযোগ মানতে চায়নি রাজু। তার কথায়, “দু’চারটে বিয়ে করার পর কি কেউ আর বিয়ে করে না! সন্তানের আশায় বিয়ে করতে এসেছিলাম। কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করল না। উল্টে কি মারটাই না মারল! এমনটা আগে জানলে বিয়ে করতে আসতাম!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement