ব্যারাকপুরের সিপিকে সরালেন মমতা

সোদপুরে পার্টি অফিসে ঢুকে তৃণমূল নেতাকে খুন থেকে শুরু করে ইমারতি দ্রব্যের বরাত পাওয়া নিয়ে দমদমে সিন্ডিকেট-সংঘর্ষ। এমনই একাধিক ঘটনার জেরে ব্যারাকপুরের পুলিশ কমিশনার বিশাল গর্গকে বদলি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারাসতের রবীন্দ্র ভবনে উত্তর ২৪ পরগনার পুলিশ-প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকেই ওই বদলির কথা ঘোষণা করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ২১ জুন ২০১৪ ০২:৩৫
Share:

বারাসতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার। —নিজস্ব চিত্র

সোদপুরে পার্টি অফিসে ঢুকে তৃণমূল নেতাকে খুন থেকে শুরু করে ইমারতি দ্রব্যের বরাত পাওয়া নিয়ে দমদমে সিন্ডিকেট-সংঘর্ষ। এমনই একাধিক ঘটনার জেরে ব্যারাকপুরের পুলিশ কমিশনার বিশাল গর্গকে বদলি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারাসতের রবীন্দ্র ভবনে উত্তর ২৪ পরগনার পুলিশ-প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকেই ওই বদলির কথা ঘোষণা করেন তিনি।

Advertisement

এ দিনের বৈঠকে হাজির একাধিক অফিসার পরে জানান, জেলার আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন, বিশাল গর্গকে মেদিনীপুরের ডিআইজি হিসেবে বদলি করা হচ্ছে। আপাতত ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে কাজ করবেন সিআইডি-র আইজি নীরজ সিংহ।” আজ, শনিবারেই ওই বদলির নির্দেশ বেরোনোর কথা।

জেলার বেশ কিছু নেতা-মন্ত্রী ও রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব এবং পুলিশের ডিজি-র উপস্থিতিতে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, কাঁটাতার পেরিয়ে অপরাধীরা এ জেলায় এসে অপরাধ করে পালিয়ে যাচ্ছে। শুধু বিএসএফের উপরেই ভরসা করলে চলবে না। পুলিশকেও সতর্ক হতে হবে। সল্টলেক এলাকায় মোটরবাইক বাহিনীর তাণ্ডব ও দুষ্কর্মের ব্যাপারে পুলিশকে সতর্ক করে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “চোখ-কান খোলা রেখে কাজ করবেন। কেউ দোষ করলে রং দেখবেন না। গ্রেফতার করবেন।”

Advertisement

বৈঠক থেকে বেরোনোর পথে সিন্ডিকেট-সংঘর্ষে তৃণমূল নেতাদের জড়িয়ে পড়া নিয়ে মমতাকে কিছু প্রশ্ন করা হয়। কিন্তু তিনি কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন, “এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কী ভাবে উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। যাতে আরও ভাল কাজ করা যায়, সেই জন্য বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হচ্ছে।” মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, জেলায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পুজোর আগে ১৪০টি বাস চালানো হবে। ফেরি পরিষেবা চালু হবে নৈহাটি ও জগদ্দলের মধ্যে। গড়ে তোলা হবে নতুন জেটিঘাট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন