Jaya Bachchan On Paparazzi

‘আমরাই ওদের ব্যবহার করি’! জয়া ‘পাপারাৎজ়ি’-দের তুলোধনা করতেই কার পক্ষ নিলেন হুমা?

ছবিশিকারিদের নিয়ে জয়ার মন্তব্যের বিরোধিতা করেছেন তাঁর সমসাময়িক অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা। এ বার মুখ খুললেন নতুন প্রজন্মের অভিনেত্রী হুমা কুরেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০
Share:

(বাঁ দিকে) জয়া বচ্চন, (ডান দিকে) হুমা কুরেশি। ছবি: সংগৃহীত।

‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন জয়া বচ্চন, বলেছেন বহু বার। জয়া এমনও প্রশ্ন তোলেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, এরা কারা? ওদের কি কোনও পড়াশোনা আছে?” যদিও জয়ার এ হেন মন্তব্যের বিরোধিতা করেছেন তাঁর সমসাময়িক অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা। এ বার মুখ খুললেন নতুন প্রজন্মের অভিনেত্রী হুমা কুরেশি।

Advertisement

একটি অনুষ্ঠানে এসে হুমা বলেন,‘‘আমার মনে হয় পাপারাৎজ়িদের প্রয়োজন রয়েছে। সত্যি বলতে, আমরাই ওদের অনেক সময় ব্যবহার করি। যখন আমাদের ছবি প্রকাশিত হয় কিংবা আমরা আমাদের জীবনের একটা আঙ্গিক দর্শককে দেখাতে চাই, তখন আমরাই তো ওদের ডাকি।’’ হুমা জানান, তাঁর সঙ্গে ‘পাপারাৎজ়ি’দের সম্পর্ক খুব একটা খারাপ নয়। তাঁর যখন মনে হয় যে তিনি ছবি তোলার মতো অবস্থায় নেই, তখন চিত্রগ্রাহকদের অনুরোধ করেন। কথা রাখেন ছবিশিকারিরাও।

যদিও জয়া বচ্চনের সাফ কথা, তিনি পাপারাৎজ়িদের ‘মিডিয়া’ বা সাংবাদিক বলে মনেই করেন না। বরং তিনি নিজে এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের সম্মান করেন বলেই জানিয়েছেন। কারণ, তাঁর বাবা তরুণ কুমার ভাদুড়ি দু’টি নামী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। একাধিক উপন্যাসও লিখেছেন তিনি। জয়া ক্ষোভ উগরে বলেছিলেন, “এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে। সুতরাং ভাল করে জানি মিডিয়া, সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে। হাতে চারটে ফোন নিয়ে উদ্ভট প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?” তবে হুমা মনে করেন, যে কোনও মানুষের জানা উচিত, যে তাঁর কতটা সীমা। যদি কেউ কারও ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করে, তখন প্রতিবাদ জানানো দরকার। তা ছাড়া এই ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে তেমন অসুবিধার কিছু দেখেন না হুমা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement