বাড়ি ঘেরাও, নালিশ সেই ট্যাক্সিচালকের

আইনমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের জন্য ট্যাক্সিচালক সইদুল ইসলামের বাড়ি ঘেরাও করে ভয় দেখানোর অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে বারুইপুরের সীতাকুণ্ডের পুরি গ্রামে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের প্রতিবাদে আইনমন্ত্রীর নেতৃত্বে বৃহস্পতি এবং শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২০
Share:

আইনমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের জন্য ট্যাক্সিচালক সইদুল ইসলামের বাড়ি ঘেরাও করে ভয় দেখানোর অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে বারুইপুরের সীতাকুণ্ডের পুরি গ্রামে।

Advertisement

তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের প্রতিবাদে আইনমন্ত্রীর নেতৃত্বে বৃহস্পতি এবং শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখান। সইদুল জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। তার বিরোধিতা করে কোনও মন্ত্রীর আন্দোলন করাটা দেশদ্রহের সমান। তাই আইনমন্ত্রীর বিরুদ্ধে আমি শুক্রবার বিধাননগর থানায় অভিযোগ জানিয়েছিলাম।”

শনিবার রাতে কি হয়েছিল?

Advertisement

সইদুল বলেন, “রাতে বাড়ি ফিরে দরজায় তালা লাগাতে গিয়ে দেখি, কয়েক জন অপরিচিত লোক বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার আত্মীয়দের ফোন করি। এর পরে আমার মোবাইলে একটা এসএমএস আসে। তখন আমি জানতে পারি আমার বাড়ি ঘেরাও হয়েছে।” তবে কে সইদুলের মোবাইলে এসএমএস পাঠিয়েছে, তা নিয়ে তিনি মন্তব্য করতে চাননি।

ঘেরাওকারীরা কারা, এই প্রশ্নের উত্তরে সইদুল বলেন, “অন্ধকারে কাউকে চিনতে পারিনি। বাড়ির বাইরে মোটরবাইক নিয়ে বেশ কিছু লোক দাঁড়িয়েছিল।” খবর পেয়ে সইদুলের আত্মীয়েরাও তাঁর বাড়িতে চলে আসেন। তাঁদের সঙ্গেও রাতে তিনি সমস্যা নিয়ে আলোচনা করেন। রাতেই পুলিশ যায় সইদুলের বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বাড়ি ঘেরাওয়ের কথা মুখে জানালেও রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ অবশ্য দায়ের করেননি সইদুল। তাঁর অভিযোগ, আইনমন্ত্রীর বিরুদ্ধে করা অভিযোগ তুলে না নিলে তাঁকে খুন করা হবে, এমন হুমকিও দিয়েছে ঘেরাওকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement