বসিরহাটে অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে খুন, গ্রেফতার ৩

অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করে খুনের অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তির পর সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ফরিদা বিবি (২২)। বাড়ি বসিরহাটের চৌরচর এলাকায়। তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৫ ০০:২৮
Share:

অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করে খুনের অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তির পর সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ফরিদা বিবি (২২)। বাড়ি বসিরহাটের চৌরচর এলাকায়। তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে পশ্চিমপাড়ায় বাড়ি মোরশেদ আলির মেয়ে ফরিদার সঙ্গে বিয়ে হয় ওই এলাকার মিজানুরের। অভিযোগ, বিয়েতে ছেলের বাড়ির চাহিদা মত সব কিছু দেওয়ার পরেও ফরিদার উপরে অত্যাচার করত তাঁর শ্বশুর হাফিজুর গাজি, শাশুড়ি মর্জিনা বিবি এবং স্বামী মিজানুর। বিষয়টি নিয়ে দু’তরফে আলোচনার পরেও কোনও মীমাংসা হয়নি। মৃতের পরিবারের দাবি, প্রায় প্রতি রাতেই মদ খেয়ে বৌমাকে মারধর করত হাফিজুর। সব দেখেও শাশুড়ি এবং স্বামী কিছু বলত না। মৃতার মা বলেন, “বিয়ের পর দু’বারে তিরিশ হাজার টাকা নেওয়া সত্ত্বেও মেয়েটার উপরে অত্যাচারের মাত্রা কমছিল না। সম্প্রতি জানা যায়, মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। সে কথা জানা সত্ত্বেও মেয়েটাকে ওরা পিটিয়েই মেরে ফেলল। ঘটনার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি মেয়ের মৃত্যু হয়েছে।” তিনি আরও বলেন, “কিন্তু সুস্থ একটা মানুষ কী ভাবে মারা গেল, সে বিষয়ে জামাই বা তার বাবা-মা সঠিক করে কিছু বলতে পারেনি। তবে ধৃতদের দাবি, অসুস্থ হয়ে মারা গিয়েছেন ফরিদা। এখন তাদের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা রুজু করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন