সুপারভাইজার খুন

শ্রমিকেরা কাজ করেননি। অথচ মাস্টার রোলে তাঁদের নাম ঢোকাতে হবে। ১০০ দিন কাজের প্রকল্পের সুপারভাইজার সেই দাবি না মানায় ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল ওই শ্রমিকদের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:২৮
Share:

শ্রমিকেরা কাজ করেননি। অথচ মাস্টার রোলে তাঁদের নাম ঢোকাতে হবে। ১০০ দিন কাজের প্রকল্পের সুপারভাইজার সেই দাবি না মানায় ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল ওই শ্রমিকদের বিরুদ্ধে। বুধবার হুগলির পুরশুড়ার ফতেপুর গ্রামের ঘটনা। সুজয় কর (২৮) নামে ওই সুপারভাইজারের উপরে হামলা হয়। উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে রবিবার তিনি মারা যান। নিহত এবং অভিযুক্তেরা সকলেই শাসকদলের বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা পলাতক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement