Local News

ওভারটেক করতে গিয়ে দুই গাড়ির ধাক্কা, বনগাঁয় মৃত ৩

স্থানীয় সূত্রে খবর, সকালের ফাঁকা রাস্তায় রেষারেষি করছিল বাগদা থেকে বনগাঁগামী একটি মারুতি ও একটি অটো। চাঁদা বাজারের কাছাকাছি হঠাৎই প্রবল গতিতে অটোটিকে ওভারটেক করতে যায় মারুতিটি। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি বোলেরো গাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১৪:২৩
Share:

দুর্ঘটনাগ্রস্থ সেই গাড়ি।

ভোর পাঁচটা। হঠাত্ই বিকট শব্দ! বনগাঁ-বাগদা রোডের চাঁদা এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল তিন যাত্রীর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সকালের ফাঁকা রাস্তায় রেষারেষি করছিল বাগদা থেকে বনগাঁগামী একটি মারুতি ও একটি অটো। চাঁদা বাজারের কাছাকাছি হঠাৎই প্রবল গতিতে অটোটিকে ওভারটেক করতে যায় মারুতিটি। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি বোলেরো গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির মধ্যে। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মারুতির পিছনে ধাক্কা মারে অটোটি।

আরও পড়ুন: ৩৭ লক্ষ টাকা পাল্টে দিল সেই দানা মাঝিকে!

Advertisement

শোকার্ত পরিজনরা

মারুতি ও অটোটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। কোদাল, শাবল, গাঁইতি নিয়ে উদ্ধারকাজে হাত দেন তাঁরা। গাড়ির কাচ ও দরজা-জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করে মোট ১১ জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের নাম কেষ্টপদ বিশ্বাস(৬৫), বিশ্বদেব মণ্ডল(৪৪), গৌরাঙ্গ সাহা(৫০)। চিকিৎসকরা জানিয়েছেন, এঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আরজিকরে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ২৭ বছর ধরে পুকুর খুঁড়ে ‘হিরো’ শ্যামলাল

ঘটনার কিছু ক্ষণ পরেই এলাকায় আসে বনগাঁ থানার পুলিশ। দমকলের গাড়ি ও ক্রেন এসে নয়ানজুলি থেকে অটো ও মারুতিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক করা হয়েছে বোলেরো গাড়িটিও। বোলেরোর চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন