West Bengal News

স্নান করতে নেমে মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন কলকাতার তিন যুবক

ফের মন্দারমণির সৈকতে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে দুপুর ৩টে নাগাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৫
Share:

ফের মন্দারমণির সৈকতে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে দুপুর ৩টে নাগাদ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে স্নান করতে সমুদ্রে নেমেছিল ওই তিন যুবক। জোয়ার আসায় গভীর সমুদ্রে তলিয়ে যান তাঁরা। স্থানীয়রা একজনের দেহ উদ্ধার করলেও বাকি দু’জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবকের নাম সুমন্ত বন্দ্যোপাধ্যায়। বিশ্বকর্মা পুজোর ছুটিতে মন্দারমণিতে বেড়াতে এসে স্থানীয় একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। ওই তিনজনই নিউটানের একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

কিছু দিন আগেই মন্দারমণির সৈকতে গাড়ির রেস করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন কলকাতার তিন যুবক। এর আগে প্যারাগ্লাইডিংয়ে মন্দারমণিতে দুর্ঘটনা ঘটেছিল। এরপর থেকেই নজরদারি জোরদার করা হয়েছিল সৈকতে। কিন্তু ফের দুর্ঘটনায় প্রশ্ন উঠল পুলিশের নজরদারি নিয়েই।

Advertisement

আরও পড়ুন: হাজিরা দিলেও ঘরে ফেরা পিছোল মদনের

আরও পড়ুন: আনন্দ উৎসব ফিরে এলো নতুন দুর্গা পূজা তথ্য নিয়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement