মঞ্চে দাঁড়িয়ে বর এবং নববধূ। ছবি: ইনস্টাগ্রাম।
বিয়ের মরসুম চলছে। বিয়ের অনুষ্ঠানে অনেক সময়ই অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর-বধূকে। আবার পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়েবাড়িতে। তবে সম্প্রতি একটি বিয়েবাড়ির ভিডিয়োয় বর-বধূকে প্রকাশ্যে যা করতে দেখা গিয়েছে, তা দেখে আলোড়ন পড়েছে নেটপাড়ায়। অনেকে সমালোচনাও করেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়িতে বৌভাত উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। পিছনে পরিবারের সদস্য এবং আত্মীয়-পরিজনেরাও রয়েছেন। এমন সময়ই সকলকে চমকে দিয়ে বরের হাত থেকে শ্যাম্পেনের বোতল কেড়ে নেন কনে। এর পর এদিক-ওদিক তাকিয়ে ঢক ঢক করে গলায় ঢেলে নেন অনেকটা শ্যাম্পেন। নববধূকে ও ভাবে শ্যাম্পেন খেতে দেখে অস্বস্তিতে পড়ে যান তাঁর বর। এর পর কনের থেকে মদের বোতল নিয়ে তিনি নিজেও খানিকটা শ্যাম্পেন খেয়ে নেন। বর এবং নববধূর কাণ্ড দেখে হইচই পড়ে যায় বিয়েবাড়িতে। হাসির রোল ওঠে পরিবারের সদস্যদের মধ্যে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ড্রামেবাজ়ছোরি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে মদ খাওয়ার জন্য বর-বধূর সমালোচনাতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। আবার বিয়ের দিন নিজেদের মতো উদ্যাপন করে পাত্র-পাত্রী কিছু ভুল করেননি বলেও মনে করছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এ যে দেখছি একেবারে মাতাল পাত্র-পাত্রী।’’