Viral Video

মন্দিরে ঢুকে মুখে থালা নিয়ে শিবের আরতি করল বিশাল সাপ! হতবাক হয়ে দেখলেন পুণ্যার্থীরা, এআই ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিবমন্দিরের গর্ভগৃহে ঠাকুরের আরতি হচ্ছে। তবে কোনও পুরোহিত সেই আরতি করছেন না। করছে একটি বিশাল সাপ। আরতির থালায় প্রদীপ জ্বেলে ভগবানের মূর্তির সামনে সেটি ঘোরাচ্ছে সরীসৃপটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৭:২০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে কৃত্রিম মেধা বা এআই সৃষ্ট বেশ কিছু ভিডিয়ো হইচই ফেলেছে। তার মধ্যে কিছু ভিডিয়ো নেটাগরিকদের যেমন আতঙ্কিত করেছে, তেমনই আবার বিস্মিতও করেছে কিছু ভিডিয়ো। আলোড়ন ফেলেছে। সে রকমই আরও একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিবমন্দিরের গর্ভগৃহে ভিড় করে দাঁডি়য়ে রয়েছেন পুণ্যার্থীরা। আর ভগবানের মূর্তির ঠিক সামনে আরতির থালা মুখে নিয়ে ঘোরাচ্ছে বিশাল একটি সাপ! শিবের আরতি করছে সেটি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে আলোড়ন তোলার পরে যাচাই করে দেখা যায় সেটি ভুয়ো। এর পরেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে নেটমাধ্যম জুড়ে। কৃত্রিম মেধার অপব্যবহার নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিবমন্দিরের গর্ভগৃহে ঠাকুরের আরতি হচ্ছে। তবে কোনও পুরোহিত সেই আরতি করছেন না। করছে একটি বিশাল সাপ। আরতির থালায় প্রদীপ জ্বেলে ভগবানের মূর্তির সামনে সেটি ঘোরাচ্ছে সরীসৃপটি। আর অবাক চোখে সেই দৃশ্য দেখছেন দর্শনার্থীরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওপিহেড’ নামের একটি রেডিট অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এর পরেই সেই ভিডিয়োর সত্যতা প্রকাশ্যে আসে। দেখা যায় ভিডিয়োটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। আদপে এই ধরনের কোনও ঘটনা ঘটেইনি।

Advertisement

এর পর আবার নতুন করে হইচই পড়ে। এ ভাবে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার জন্য নিন্দার ঝড় ওঠে সমাজমাধ্যমে। বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই ধরনের ভিডিয়োর প্ররোচনায় পা দেবেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমি কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিয়ো দেখতে দেখতে বিরক্ত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement