Death in Accident

প্রতিমা আনতে গিয়ে দুর্ঘটনা! হুগলিতে প্রাণ গেল তিন জনের, কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে মৃত নদিয়ার যুবক

প্রতিমা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত হুগলির তিন জন। অন্য দিকে, কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নদিয়ার যুবকের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩
Share:

হুগলি এবং নদিয়ায় গাড়ি দুর্ঘটনা। —নিজস্ব চিত্র।

প্রতিমা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত হুগলির তিন জন। অন্য দিকে, কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নদিয়ার যুবকের।

Advertisement

প্রথম ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার অনন্তপুরে। চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলেন পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারি পুজোর সদস্যেরা। ঠাকুরের গাড়িটি গ্রামে পৌঁছে গেলেও পিছনের একটি চারচাকা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আরও চার জনকে জখম অবস্থায় চুঁচুড়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আরও এক জনের মৃত্যু হয়। আহতদের এক জনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের নাম ভাস্কর দেবধারা (২৯), প্রিতম চক্রবর্তী (৩০) এবং স্বপন দে (৪০)।

অন্য দিকে, নদিয়ায় মৃত্যু হয়েছে সুজিতকুমার বিশ্বাসের (৪৭)। করিমপুরের বাসিন্দা। সপরিবার তাঁরা কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। স্থানীয়েরাই গাড়িতে থাকা পাঁচ জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে সুজিতকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement