Marijuana Smuggling

গাঁজাবোঝাই হলুদ ট্যাক্সি! ভাঙড়ে ধরল পুলিশ, শিয়ালদহ হয়ে আসা কোচবিহারের চার বাসিন্দা গ্রেফতার

ট্যাক্সির চালক জানান, তিনি শিয়ালদহ থেকে আসছেন। ওই ট্যাক্সিতে থাকা যাত্রীরা জানান, তাঁরা কোচবিহার জেলার বাসিন্দা। বেশ কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালায় তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১০:০৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

একটি হলুদ রঙের ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। তদন্তকারীরা মনে করছেন, এর সঙ্গে বড় কোনও মাদকচক্র জড়িত থাকতে পারে। ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পোলেরহাট থানার পুলিশ।

Advertisement

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ভাঙড়ের হাতিশালায় অভিযান চালায় পোলেরহাট থানার পুলিশ। একটি হলুদ রঙের ট্যাক্সিতে তল্লাশি চালানো হয়। ট্যাক্সির চালক জানান, তিনি শিয়ালদহ থেকে আসছেন। ওই ট্যাক্সিতে থাকা যাত্রীরা জানান, তাঁরা কোচবিহার জেলার বাসিন্দা। বেশ কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালায় তারা। তার পরেই প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় চার জনকে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতেরা সকলেই গাঁজাপাচারের একটি বড় চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। গাঁজার পাশাপাশি চার জনের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে চারটি মোবাইল। কল লিস্ট-সহ অন্যান্য তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশের একটি সূত্রে খবর, ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গিয়েছে। ঠিক কোথা থেকে গাঁজা সংগ্রহ হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। মাদকপাচারে আর কে বা কারা যুক্ত আছেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চার জনকেই। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement