Corona

সু্স্থতার হার ৫৮ শতাংশ, নতুন করে আক্রান্ত ৪৪১ জন, মৃত ১১

গত ২৪ ঘণ্টায় সু্স্থ হয়েছেন ৫৬২জন। এক দিনে কোভিড-১৯ টেস্টের পরিমাণও অনেকটা বেড়েছে। ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ৩৩টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২০ ২০:৫৬
Share:

করোনা পরীক্ষা চলছে। ছবি: পিটিআই।

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ৪৪১ জন। গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গিয়েছেন। শনিবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, রাজ্যে একনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৪০।

Advertisement

তবে ধীরে ধীরে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার হারও বাড়ছে। বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৩১ জন। তার মধ্যে ৭ হাজার ৮৬৫ জন করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন। ডিসচার্জ রেট ৫৮.১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সু্স্থ হয়েছেন ৫৬২জন। এক দিনে কোভিড-১৯ টেস্টের পরিমাণও অনেকটা বেড়েছে। ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ৩৩টি। এখনও পর্যন্ত কোভিড-১৯ টেস্টে হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার ৯৪২টি।

Advertisement

আরও পড়ুন: চিন ঢোকেনি? মোদীর মন্তব্যে স্তম্ভিত দেশ, ড্যামেজ কন্ট্রোলে নামল কেন্দ্র

কলকাতায় করোনা আক্রান্ত এ বার পাঁচ হাজারের দিকে এগোচ্ছে। করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৭জন। মারা গিয়েছেন ৩২৩জন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। উত্তর ২৪ পরগনায় দু’হাজর ছুঁইছুঁই করছে।

এক দিকে সচেতনতার পাশাপাশি কোভিড-১৯ টেস্টের ল্যাবরেটরির সংখ্যাও বাড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে সরকারি এবং বেসরকারি ল্যাবরেটরির সংখ্যা ৪৯টি। আরও তিনটি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন